লামায় আরেকটি হাতির মৃত্যু
বান্দরবান জেলার লামা উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নে আরেকটি এশিয়ান হাতি মৃত অবস্থায় পাওয়া গেছে। আজ শনিবার ইউনিয়নের খাল খুইলা গ্রামের একটি খালের স্রোতে হাতিটিকে মৃত অবস্থায় ভাসতে দেখেন স্থানীয়রা।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করে বন বিভাগের লামা বিভাগীয় বন কর্মকর্তা এস এম কাইছার বলেন, ‘ফাসিয়াখালীতে একটি হাতিকে মৃত অবস্থায় পাওয়া গেছে বলে শুনেছি। আমরা স্তন্যপায়ী প্রাণীটিকে পরীক্ষা করার জন্য একটি দল ঘটনাস্থলে পাঠিয়েছি। যাতে মৃত্যুর সঠিক কারণ খুঁজে বের করা যায়।’
এর আগে, গতকাল টেকনাফে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি হাতির মৃত্যু হয়।
আরও পড়ুন:
শক্তিশালী বৈদ্যুতিক তারে জড়িয়ে বিপন্নপ্রায় এশিয়ান হাতির মৃত্যু
Comments