যশোরে যুবলীগ নেতা হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা আটক
যশোরে যুবলীগ নেতা আরাফাত মুন্নাফ ওরফে লিটন হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগের এক নেতাকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। আজ শনিবার সকালে মামলাটির তদন্ত কর্মকর্তা জেলা সিআইডির পরিদর্শক হারুনর রশিদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক ইউসুফ সাঈদ ওরফে কালা সাঈদ (৪৫) যশোর শহর আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক। গতকাল রাতে শহরের ঘোপ নওয়াপাড়া রোডের বাড়ি থেকে তাকে আটক করা হয়।
হারুনর রশিদ আরও বলেন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে লিটন হত্যা মামলার এজারভুক্ত আসামি রেজওয়ানের (২১) দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সাঈদের নাম আসায় তাকে আটক করা হয়েছে।
জবানবন্দিতে রেজওয়ান উল্লেখ করেন, ২০১৮ সালের ২২ জুন লিটনের ওপর সন্ত্রাসীরা হামলা হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে লিটনের শরীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। ২৩ জুন ঢাকায় নেওয়ার পথে লিটন মারা যান। এই হামলার পেছনে ছিলেন ইউসুফ সাঈদ।
Comments