লাল জোনে মসজিদে জামাতে সর্বোচ্চ ৫ জন, জুম্মায় ১০

করোনাভারাইসের মহামারিতে যেসব এলাকাকে লাল জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে সেসব এলাকায় মসজিদ-মন্দিরসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে লোকজনের জমায়েত সীমিত করার নির্দেশ দিয়েছে সরকার। মসজিদে জামাতে পাঁচ ওয়াক্তে অনধিক পাঁচ জন ও জুম্মার নামাজে ১০ জনের মধ্যে জামাত করতে বলা হয়েছে।
লাল জোন ঘোষিত রাজাবাজারে লকডাউন। ছবি: রাশেদ সুমন

করোনাভারাইসের মহামারিতে যেসব এলাকাকে লাল জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে সেসব এলাকায় মসজিদ-মন্দিরসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে লোকজনের জমায়েত সীমিত করার নির্দেশ দিয়েছে সরকার। মসজিদে জামাতে পাঁচ ওয়াক্তে অনধিক পাঁচ জন ও জুম্মার নামাজে ১০ জনের মধ্যে জামাত করতে বলা হয়েছে।

করোনাভাইরাসের বিস্তার রোধে ওই সব এলাকার বাসিন্দাদের ইবাদত/উপাসনা বাড়িতে করার নির্দেশ দিয়ে ধর্ম মন্ত্রণালয় থেকে দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে আজ বলা হয়, লাল জোন হিসেবে চিহ্নিত এলাকাগুলোতে কঠোরভাবে লকডাউন কার্যকর করা হচ্ছে। তাই এসব এলাকায় মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন ও খাদেম ছাড়া অন্য মুসুল্লিদের বাড়িতে নামাজ আদায় করতে হবে। পাঁচ ওয়াক্ত নামাজে সর্বোচ্চ পাঁচ জন এবং জুম্মার নামাজে সর্বোচ্চ ১০ জন অংশ নিতে পারবেন।

এছাড়া সারাদেশে কোথাও ওয়াজ মাহফিল, তাফসির মাহফিল, তাবলিগি তালিম, মিলাদ মাহফিলের আয়োজন করা যাবে না। অন্য ধর্মের ক্ষেত্রেও এ সময় কোনো ধর্মীয় বা সামাজিক অনুষ্ঠানের জন্য সমবেত হওয়া যাবে না।

Comments

The Daily Star  | English

5 killed in Sirajganj road accident

The microbus-autorickshaw collision took place on a local road in Kamarkhand upazila

10m ago