দুবাই থেকে ফিরে এলেন ৭৫১ প্রবাসী কর্মী

সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে আজ দেশে ফিরে এসেছেন ৭৫১ জন প্রবাসী কর্মী। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও এমিরেটস এয়ারওয়েজের দুটি বিশেষ ফ্লাইটে আজ তারা ঢাকায় ফিরেছেন।
Hazrat Shahjalal International Airport
স্টার ফাইল ছবি

সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে আজ দেশে ফিরে এসেছেন ৭৫১ জন প্রবাসী কর্মী। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও এমিরেটস এয়ারওয়েজের দুটি বিশেষ ফ্লাইটে আজ তারা ঢাকায় ফিরেছেন।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্বরত চিকিৎসক মো. আকরাম দ্য ডেইলি স্টারকে বলেন, ৩৬০ জনকে বহনকারী এমিরেটসের ফ্লাইটটি এসে পৌঁছেছে বিকেল সোয়া পাঁচটায়।

অন্যদিকে বিমানের ডেপুটি জেনারেল ম্যানেজার (জনসংযোগ) তাহেরা খন্দকার জানান, ৩৯১ জনকে নিয়ে বিমানের বিশেষ ফ্লাইটটি ঢাকায় নেমেছে বিকেল সাড়ে চারটার দিকে।

দেশে ফেরা সবাইকে নিজেদের বাড়িতে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।

Comments

The Daily Star  | English

Public won't tolerate interim govt staying for a long time: Fakhrul

Elected representatives should decide what reforms are necessary, says BNP secretary general

2h ago