মানিকগঞ্জের ৩ উপজেলার ৭ এলাকাকে ‘রেড জোন’ ঘোষণা
করোনা সংক্রমণে অধিক ঝুঁকিপূর্ণ বিবেচনায় মানিকগঞ্জের তিন উপজেলার সাতটি এলাকাকে ‘রেড জোন’ ঘোষণা করা হয়েছে।
এসব এলাকার মধ্যে রয়েছে, মানিকগঞ্জ পৌরসভার গঙ্গাধরপট্টি, পশ্চিম দাশরা ও উত্তর সেওতা, সাটুরিয়া উপজেলার সাটুরিয়া ও ধানকোড়া ইউনিয়ন এবং সিংগাইর উপজেলার সিংগাইর পৌরসভা ও জয়মন্টপ ইউনিয়ন।
স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন সাপেক্ষে মানিকগঞ্জের সিভিল সার্জন এই ঘোষণা দেন।
গতকাল শনিবার রাতে গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ সংক্রান্ত আদেশ জারি করেছেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস।
আগামী ১৫ জুন রাত ৮টা থেকে থেকে ৪ জুলাই পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে।
‘রেড জোন’ ঘোষিত এলাকার কোনো ব্যক্তি ঘর থেকে বের হতে পারবেন না। এই এলাকার কেউ বাইরে কিংবা বাইরের কেউ এই এলাকায় আসা যাওয়া করতে পারবেন না। সব ধরনের শপিং মল ও দোকানপাট বন্ধ থাকবে।
মসজিদে নামাজের সময় ইমাম মোয়াজ্জিনসহ পাঁচ জন ও জুমার নামাজে সর্বোচ্চ ১০ জন থাকতে পারবেন।
যথারীতি আওতামুক্ত থাকবে সাংবাদিকসহ জরুরি সেবায় নিয়োজিত ব্যক্তি, সরকারি ও ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠান, শিল্প কারখানায় কর্মরত ব্যক্তি ও তাদের বহনকারী গাড়ি।
Comments