রাস্তার পাশে পড়ে ছিল পলিথিনে মোড়ানো মরদেহ
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার নাটিয়াপাড়া এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে নাটিয়াপাড়া নাসির গ্লাস ইন্ডাস্ট্রির কাছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর। মরদেহটি চাদর, কাঁথা ও পলিথিন দিয়ে মোড়ানো ছিল। ধারণা করা হচ্ছে, করোনায় আক্রান্ত হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। দাফনের ঝামেলা এড়াতে কেউ মরদেহ রাস্তায় ফেলে গেছে। ময়নাতদন্তের পরে বিস্তারিত জানা যাবে।’
Comments