বর্ণবাদের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হলেন মুশফিক

‘আমি বর্ণবাদকে ঘৃণা করি। বর্ণবাদকে না বলুন।’
Mushfiqur Rahim
ফাইল ছবি: ফিরোজ আহমেদ

বাংলাদেশের তারকা উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিম জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের পর বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া বর্ণবাদ বিরোধী প্রতিবাদে সামিল হয়েছেন।

রবিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের স্বীকৃত পেজে একটি ছবি পোস্ট করেছেন ৩৩ বছর বয়সী এই ক্রিকেটার। ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ (কৃষ্ণাঙ্গদের জীবনেরও মূল্য আছে) আন্দোলনের সমর্থনে সেখানে তাকে একটি প্ল্যাকার্ড ধরে থাকতে দেখা গেছে যেখানে ইংরেজিতে লেখা রয়েছে, ‘আমি বর্ণবাদকে ঘৃণা করি। বর্ণবাদকে না বলুন।’

গেল ২৫ মে যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিস রাজ্যে এক পুলিশ কর্মকর্তা অপরাধী সন্দেহে পথ আটকে নির্যাতন চালান কৃষ্ণাঙ্গ ফ্লয়েডের উপর। একটি ভিডিওতে দেখা যায়, ‘আমি শ্বাস নিতে পারছি না’ বলে সাহায্য চাইছিলেন তিনি। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বর্ণ বিদ্বেষের মানসিকতা থেকেই ফ্লয়েডকে ‘হত্যা’ করা হয়েছে উল্লেখ করে বিক্ষোভে ফুঁসছে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের লাখ লাখ মানুষ। প্রতিবাদের ঢেউ ছুঁয়েছে ক্রীড়া দুনিয়াকেও। প্রাক্তন বাস্কেটবল খেলোয়াড় ফ্লয়েডের জন্য ন্যায়বিচার চেয়ে আন্দোলনে সংহতি জানিয়েছেন বিভিন্ন দেশের বিভিন্ন অঙ্গনের ক্রীড়াবিদরা।

ক্রিকেটাররাও পুলিশের এই বর্বরতার বিরুদ্ধে সরব হয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের দুই তারকা ক্রিস গেইল ও ড্যারেন স্যামিসহ আরও কয়েকজন বর্ণবাদের শিকার হওয়ার তিক্ত অভিজ্ঞতার কথাও জানিয়েছেন।

Comments

The Daily Star  | English
BNP call's hartal

Fresh 48-hour blockade from Sunday: BNP

The BNP today called a fresh two-day countrywide blockade from 6:00am on Sunday

33m ago