নিজেকেই পরিচালনা করলেন তিনি
গত রোজার ঈদে অভিনেতা আরিফিন শুভ তার ভক্তদের উপহার দিয়েছিলেন ‘মনটা বোঝে না’ শিরোনামের একটি গান। আসছে কোরবানি ঈদের জন্য তিনি পরিচালনা করেছেন একটি তথ্যচিত্র।
এই তথ্যচিত্রে তিনি নিজেই অভিনেতা, নিজেকেই পরিচালনা করেছেন।
তথ্যচিত্রের বিষয়বস্তু ‘মিশন এক্সট্রিম’ ছবির জন্য নিজের পরিশ্রম ও সংগ্রাম।
আরিফিন শুভ দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, ‘ছবিটির জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। দুই বছর অন্য কোনও ছবি হাতে নিইনি। শুটিংয়ের আগে প্রস্তুতি নিয়েছি দীর্ঘ নয় মাস। ওজন ৯৪ কেজি থেকে ৮২ কেজিতে এনেছি।’
‘খালি চোখে দর্শক হয়তো ওজন কমানোটাই দেখবেন, কিন্তু এর পেছনে খাদ্যাভ্যাস, ঘুমের সময় পরিবর্তন, ইনজুরিতে পড়া, হতাশাগ্রস্ত হওয়া— এসব চোখে পড়বে না। সে জন্যই এ তথ্যচিত্রটি তৈরি করলাম।’
‘এটি আন্তর্জাতিকমানের কিছু একটা হবে’ বলেও আশা করেন ‘ছুঁয়ে দিলে মন’ অভিনেতা।
আসছে কোরবানির ঈদে নিজের ইউটিউব চ্যানেলেই প্রকাশিত হবে তথ্যচিত্রটি।
আরফিন শুভ অভিনীত ‘মিশন এক্সট্রিম’ ছবিটি যৌথভাবে পরিচালনা করেছেন সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ। এতে আরও অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী, তাসকিন রহমান, ইরেশ যাকের প্রমুখ।
Comments