জীবন চলমান

একই মায়ের গর্ভ থেকে সদ্য জন্ম নেওয়া তিন শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রের চিকিৎসকের কাছে নিয়ে যাচ্ছেন পরিবারের সদস্যরা। তিন শিশুর মায়ের কোভিড-১৯ এর উপসর্গ রয়েছে এবং নির্ধারিত সময়ের আগেই শিশুগুলো জন্ম নেয়। তিন শিশুর মধ্যে একজনের ওজন বেশ কম। হাসপাতালের কোভিড-১৯ সেকশনের চিকিৎসকই গতকাল শনিবার শিশুদেরকে নবজাতক বিশেষজ্ঞের কাছে পাঠিয়েছেন।
ছবি: আমরান হোসাইন

একই মায়ের গর্ভ থেকে সদ্য জন্ম নেওয়া তিন শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রের চিকিৎসকের কাছে নিয়ে যাচ্ছেন পরিবারের সদস্যরা। তিন শিশুর মায়ের কোভিড-১৯ এর উপসর্গ রয়েছে এবং নির্ধারিত সময়ের আগেই শিশুগুলো জন্ম নেয়। তিন শিশুর মধ্যে একজনের ওজন বেশ কম। হাসপাতালের কোভিড-১৯ সেকশনের চিকিৎসকই গতকাল শনিবার শিশুদেরকে নবজাতক বিশেষজ্ঞের কাছে পাঠিয়েছেন।

Comments

The Daily Star  | English

Production fully suspended at Barapukuria power plant due to technical glitch

The shutdown has led to further power outages as the plant has the capacity to produce 275-megawatt of electricity.

1h ago