হালদায় চোরা শিকারির বড়শিতে ১১ কেজি ওজনের মা মাছ
দক্ষিণ এশিয়ার রুই জাতীয় মাছের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে এবার শুরু হয়েছে বড়শি ফেলে অবৈধভাবে মাছ শিকার। গতকাল শনিবার হাটাহাজারী উপজেলা প্রশাসন বড়শিতে ওঠা ১১ কেজি ওজনের একটি মা মাছ উদ্ধার করে। অবৈধভাবে মাছ শিকারের অপরাধে একজনকে ১২ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘সম্প্রতি খেয়াল করলাম, হালদা নদীতে কোনো জাল নেই। গতকাল খবর পেলাম হালদা নদীর পাশে ছিপাতলী ইউনিয়নের একটি গ্রাম থেকে বড়শি দিয়ে মা মাছ ধরা হচ্ছে। দ্রুত ঘটনাস্থলে গিয়েও কাউকে হাতেনাতে ধরতে পারিনি। স্থানীয়রা জানায়, ১১ কেজি ওজনের একটি মা মাছ ধরা পড়েছে। মাছটি ছয় হাজার টাকায় বিক্রিও হয়েছে।’
তিনি আরও বলেন, ‘খোঁজ নিয়ে জানতে পারি, ছিপাতলী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য নুরুল হকের ছেলে মোহাম্মদ ইউনুচ সোহেল মাছটি ধরেছে। মা মাছটি উদ্ধারের পরে সংরক্ষণের জন্য হালদা রিসার্চ ল্যাবে পাঠানো হয়েছে। সেই সঙ্গে মুচলেকা নিয়ে সোহেলকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মা মাছ রক্ষায় আমরা আরও কঠোর হবো।’
Comments