হাতির শাবকটিকে মেরে পুঁতে রাখা হয়েছিল
চট্টগ্রামের বাঁশখালি উপজেলায় একটি মৃত হাতির শাবকের সন্ধান মিলেছে। ধারণা করা হচ্ছে, এক সপ্তাহ আগে হাতিটিকে হত্যার পরে মাটিতে পুঁতে ফেলা হয়েছে। আজ রোববার দুপুরে বৈলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কফিল উদ্দিন দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘অভ্যারখীল এলাকায় হাতিটিকে হত্যার পরে পুঁতে রাখা হয়েছিল। গত পরশু প্রচুর বৃষ্টি হয়েছে, মাটি সরে গিয়ে দুর্গন্ধ ছড়াতে শুরু করে। এলাকাবাসী খুঁজতে গিয়ে দেখতে পায়, মরদেহ পচে দুর্গন্ধ বের হচ্ছে।
চট্টগ্রাম বন বিভাগ (বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ) বাঁশখালির জলধি রেঞ্জের রেঞ্জ অফিসার শেখ আনিসুজ্জামান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘স্থানীয়রা তথ্য দেওয়ায় গতকাল বিষয়টি আমরা জানতে পেরেছি। হাতিটির বয়স ১৬ বছর হবে। আজ ভেটেরিনারি চিকিৎসক হাতিটির ময়নাতদন্ত করছেন। প্রতিবেদন হাতে পাওয়ার পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
গতকাল লামা উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নে ও শুক্রবার কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মরিচ্চ্যাঘোনা এলাকায় দুটি হাতির মরদেহ পাওয়া যায়।
আরও পড়ুন:
শক্তিশালী বৈদ্যুতিক তারে জড়িয়ে বিপন্নপ্রায় এশিয়ান হাতির মৃত্যু
লামায় আরেকটি হাতির মৃত্যু
Comments