ঝিকরগাছায় ২ চোর আটক, ১৯টি মোবাইল উদ্ধার

যশোরের ঝিকরগাছায় দুই চোরকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে আটকের পর তাদের থেকে চুরির ১৯টি মোবাইল উদ্ধার করা হয়েছে।
থানা চত্বরে সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার (নাভারণ সার্কেল) জুয়েল ইমরান জানান, আটক কামাল হোসেন (২৭) ও আল আবীর জোহা (২৬) দুর্ধর্ষ চোর। তারা অভিনব কৌশলে দীর্ঘদিন ধরে মোবাইল ও টাকা চুরি করেছে। পৌর সদরের কৃষ্ণনগরে তাদের উৎপাত ছিল সবচেয়ে বেশি। সর্বশেষ ৬ জুন ব্রিটিশ আমেরিকান টোবাকোর ঝিকরগাছা বিক্রয় অফিস থেকে সাতটি মোবাইল চুরির ঘটনায় থানায় সাধারণ ডায়েরি হয়। এর সূত্র ধরে পুলিশ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে শনিবার রাতে এই দুই জনকে আটক করেছে।
থানার ওসি আবদুর রাজ্জাক জানান, আটক কামাল হোসেনের নামে একটি অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুইটি মামলা রয়েছে।
Comments