করোনা আপডেট: ফরিদপুর, পঞ্চগড়, চাঁদপুর, মাদারীপুর, কক্সবাজার

ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় ছয় পুলিশ সদস্যসহ আরও ৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। পঞ্চগড়ে করোনা উপসর্গ নিয়ে মুক্তিযোদ্ধা এবং মাদারীপুরে করোনায় সহকারী নার্সের মৃত্যু হয়েছে এবং উপসর্গ নিয়ে মারা গেছেন আরও এক জন। এ ছাড়াও, চাঁদুপুরের হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যানের করোনা শনাক্ত হয়েছে এবং এ জেলায় করোনা উপসর্গ নিয়ে মরা গেছেন ছয় জন। অন্যদিকে করোনা উপসর্গ নিয়ে কক্সবাজারে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। দ্য ডেইলি স্টারের স্থানীয় প্রতিনিধিরা এসব তথ্য জানিয়েছেন।

ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় ছয় পুলিশ সদস্যসহ আরও ৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। পঞ্চগড়ে করোনা উপসর্গ নিয়ে  মুক্তিযোদ্ধা এবং মাদারীপুরে করোনায় সহকারী নার্সের মৃত্যু হয়েছে এবং উপসর্গ নিয়ে মারা গেছেন আরও এক জন। এ ছাড়াও, চাঁদুপুরের হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যানের করোনা শনাক্ত হয়েছে এবং এ জেলায় করোনা উপসর্গ নিয়ে মরা গেছেন ছয় জন। অন্যদিকে করোনা উপসর্গ নিয়ে কক্সবাজারে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। দ্য ডেইলি স্টারের স্থানীয় প্রতিনিধিরা এসব তথ্য জানিয়েছেন।

ফরিদপুরে আরও ৩৬ জনের করোনা শনাক্ত

ফরিদপুরে ছয় পুলিশ সদস্যসহ আরও ৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৭৮৯ জন। আজ রোববার ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘নতুন করে শনাক্ত হওয়া ছয় পুলিশ সদস্যকে ফরিদপুর পুলিশ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ছাড়া, বোয়ালমারীতে একই পরিবার ও আত্মীয়-স্বজনসহ একই গ্রামের আট জন এবং চরভদ্রাসনে একই পরিবারের সাত জনের করোনা শনাক্ত হয়েছে।’

‘ফরিদপুরে নতুন করে যে ৩৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে তাদের মধ্যে বোয়ালমারী উপজেলায় ১৫, চরভদ্রাসন উপজেলায় সাত জন, ফরিদপুর সদর উপজেলায় ছয় জন; ভাঙ্গা, মধুখালী ও সদরপুর উপজেলায় দুই জন করে এবং সালথা ও নগরকান্দা উপজেলায় এক জন করে আছেন। নতুন শনাক্তদের মধ্যে ১৩ জন নারী ও ২৩ জন পুরুষ’, বলেন তিনি।

পঞ্চগড়ে করোনা উপসর্গ নিয়ে মুক্তিযোদ্ধার মৃত্যু

করোনার উপসর্গ নিয়ে পঞ্চগড়ের এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল রাতে রংপুর সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. গোলাম রব্বানী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘আজ সকাল ১১টার দিকে স্বাস্থ্যবিধি মেনে বিশেষ সতর্কতা অবলম্বন করে রাষ্ট্রীয় মর্যাদায় মৌলবীপাড়া গ্রামে পারিবারিক গোরস্থানে ওই মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন হয়।’

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. সিরাজউদ্দৌলা পলিন বলেন, ‘দীর্ঘদিনের অ্যাজমা ওই মুক্তিযোদ্ধা প্রায়ই শ্বাসকষ্টে ভুগতেন। গত ১১ জুন জ্বর ও কাশির সঙ্গে তার শ্বাসকষ্ট কিছুটা বেড়ে গেলে তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুই দিন চিকিৎসা নেওয়ার সময় তার বুকের এক্স-রেসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করানো হয়। পরে এক্স-রে রিপোর্টে ফুসফুসে সংক্রমণ দেখা দিলে চিকিৎসকরা ওইদিন বিকেল সাড়ে তিনটার দিকে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।’

‘সেখানে পৌঁছানোর পর আইসিইউতে নেওয়ার প্রয়োজনীয়তা দেখা দেওয়ায় রংপুর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়। ওইদিন রাত আটটার দিকে সিএমএইচের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান’, যোগ করেন তিনি।

চাঁদপুর করোনা উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু

করোনা উপসর্গ জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে চাঁদপুর সদরে তিন জন ও হাজীগঞ্জে তিন জনসহ মোট ছয় জনের মৃত্যু হয়েছে। শনিবার রাত থেকে আজ রোববার সকাল ৯টা পর্যন্ত এসব মৃত্যুর ঘটনা ঘটে।

চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজেদা বেগম বলেন, ‘চাঁদপুর সদরে মৃত তিন জনের নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে। পরে স্বাস্থ্যবিধি মেনে দাফনের ব্যবস্থা করা হয়।’

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোয়েব আহমেদ বলেন, ‘হাজীগঞ্জে উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিদের নমুনা পরীক্ষার জন্য নেওয়া হয়েছে। পরে তাদের মরদেহ স্বাস্থ্যবিধি মেনে দাফনের ব্যবস্থা করা হয়।’

এদিকে, হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারী ও তার বড় ভাই করোনায় আক্রান্ত হয়েছেন। হাইমচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বেলায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

হাইমচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বেলায়েত হোসেন বলেন, ‘হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারী, তার বড় ভাই, হাইমচর থানার এক পুলিশ কর্মকর্তার স্ত্রী, কন্যা, থানার ৩ পুলিশ সদস্য, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী, একজন স্কুল শিক্ষকসহ ৯ জনের পজিটিভ রিপোর্ট এসেছে।’

চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী বলেন, ‘আমি স্বাস্থ্যবিধি মেনেই এলাকায় করোনাকালের শুরু থেকে এলাকার সাধারণ মানুষের খাদ্য সহায়তাসহ প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দেওয়ার কাজ করে যাচ্ছি। এতে করে আমি হয়তো করোনায় আক্রান্ত হয়েছি। কিন্তু আমার এখন পর্যন্ত তেমন কোনো সমস্যা না হলেও চিকিৎসকের পরামর্শে নিজ ঘরেই আইসোলেশনে আছি।’

মাদারীপুরে করোনায় সহকারী নার্সের মৃত্যু

করোনায় আক্রান্ত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন মাদারীপুর সদর হাসপাতালের ৫২ বছর বয়সী এক সহকারী নার্স।

আজ ভোরে ওই নার্সের মৃত্যু হয় বলে জানান মাদারীপুর সিভিল সার্জন ডা. শফিকুল ইসলাম।

মাদারীপুর সিভিল সার্জন ডা. শফিকুল ইসলাম বলেন, ‘মাদারীপুর সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের খালাশীকান্দি গ্রামের ওই সহকারী নার্স সদর হাসপাতালের কোয়ার্টারে থাকতেন। করোনা উপসর্গ জ্বর ও কাশি নিয়ে গত ৬ জুন হাসপাতালে ভর্তি হন এবং করোনার টেস্ট করান। ৮ জুন তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। তিনি হাসপাতালের আইসোলেশনে চিকিৎসা নিচ্ছিলেন। শনিবার তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আইসিইউতে রাখা হয়। চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোরে তিনি মারা যান।’

অন্যদিকে, করোনা উপসর্গ নিয়ে শনিবার রাত আটটার দিকে মারা গেছেন শহরের পানিছত্র এলাকায় ৬৫ বছর বয়সী এক রিকশা গ্যারেজ ব্যবসায়ী।

পরিবার সূত্রে জানা যায়, ওই ব্যক্তি কিছু দিন যাবত জ্বর ও শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। তাকে শনিবার সকালে চিকিৎসার জন্য সদর হাসপাতালে ভর্তি করাতে নিয়ে যায়। হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ভর্তি বা করোনার নমুনা সংগ্রহ না করায় স্বজনরা তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসে। রাত ৮টার দিকে তিনি বাড়িতেই মারা যান। মারা যাওয়ার পর সিভিল সার্জন অফিস থেকে লোক গিয়ে তার নমুনা সংগ্রহ করে নিয়ে যায়।

কক্সবাজারে করোনার উপসর্গে চিকিৎসকের মৃত্যু

করোনা উপসর্গ নিয়ে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার স্বনামখ্যাত চিকিৎসক স্টিফেন গনসালভেজ (৪৫)) মারা গেছেন। আজ সকাল ১১টায় চকরিয়া মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

গনসালভেজের নিকট প্রতিবেশী ও বাল্যবন্ধু সাংবাদিক এম. আর. মাহবুব বলেন, ‘গনসালভেজ ও তার মা স্কুল শিক্ষিকা মাসাং গনসালভেজ কিছুদিন ধরে জ্বর ও সর্দি-কাশিতে ভুগছেন। তারা দুজনই বাসায় কোয়ারেন্টিনে থেকে চিকিৎসা নিচ্ছিলেন। গতকাল গনসালভেজের শ্বাসকষ্ট বেড়ে গেলে মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে ভর্তি হন। সেখানে আজ তার মৃত্যু হয়।’

Comments

The Daily Star  | English

Abu Sayed’s death in police firing: Cops’ FIR runs counter to known facts

Video footage shows police shooting at Begum Rokeya University student Abu Sayed, who posed no physical threat to the law enforcers, during the quota reform protest near the campus on July 16. He died soon afterwards.

12h ago