সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক ডা. উত্তম কুমার বড়ুয়া করোনায় আক্রান্ত
রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
সোহরাওয়ার্দী হাসপাতালের উপপরিচালক কেএম মামুন মোর্শেদ দ্য ডেইলি স্টারকে এই কথা জানিয়ে বলেন, নয় দিন আগে ডা. উত্তমের করোনা শনাক্ত হয়। তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। অসুস্থ হওয়ার আগ পর্যন্ত তিনি হাসপাতালে দায়িত্ব পালন করেছেন।
এই হাসপাতালটিতে চিকিৎসকসহ প্রায় অর্ধশত চিকিৎসাকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে অনেকেই গত কিছু দিনে সুস্থ্য হয়ে কাজে যোগ দিয়েছেন।
Comments