লোভাছড়ায় অবৈধভাবে পাথর উত্তোলন, পালাতে গিয়ে নৌকা উল্টে নিহত ১
সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী নো-ম্যানস ল্যান্ড এলাকায় লোভাছড়া নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের সময় বিজিবির টহলদল দেখে পালাতে গিয়ে নৌকা ডুবে এক জনের মৃত্যু হয়েছে।
আজ রোববার কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দোহা এ তথ্য নিশ্চিত করেন।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দোহা বলেন, ‘এই এলাকায় রাতের অন্ধকারে অনেকেই পাথর উত্তোলন করেন। গত রাতেও রাতে পাথর উত্তোলনের সময় বিজিবির টহল দল দেখে সবগুলো নৌকা ছত্রভঙ্গ হয়ে পালাতে গেলে একটি পাথর বোঝাই নৌকা ডুবে একজন নিখোঁজ হন।’
তিনি আরও বলেন, ‘রাতে নিখোঁজ ব্যক্তিকে খুঁজে পাওয়া না যাওয়ায় আজ দুপুরে সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরির সহায়তায় মরদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।’
বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল রফিকুল ইসলাম বলেন, ‘সীমান্তের শূন্য পয়েন্টের কাছাকাছি এলাকায় বিজিবির নিয়মিত টহল দল দেয়। সেরকম একটি টহল দেখে অবৈধভাবে পাথর উত্তোলনে থাকা একটি নৌকা পালানোর চেষ্টা করার সময় উল্টে যায়। সকালে জানতে পারি যে সে নৌকায় থাকা একজন নৌকাডুবে মারা গেছেন।’
এ ঘটনায় নিহত ডালিম আহমদ (১৮) উপজেলার বড়গ্রাম এলাকার বাসিন্দা।
Comments