রাঙ্গামাটিতে সুবলং বাজারে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৮৭ দোকান

রাঙ্গামাটির বরকল উপজেলার সুবলং বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮৭টি দোকান ও বসত ঘর পুড়ে গেছে। আজ রোববার বিকাল ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ছবি: এনভীল চাকমা

রাঙ্গামাটির বরকল উপজেলার সুবলং বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮৭টি দোকান ও বসত ঘর পুড়ে গেছে। আজ রোববার বিকাল ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের  ঘটনা ঘটেছে।

আজ বিকেলে রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা উদয়ন চাকমা এ তথ্য নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বিকাল  ৪টার দিকে সুবলং বাজারের একটি  দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে আগুনের লেলিহান শিখা চারদিক ছড়িয়ে পড়লে আশ-পাশে থাকা ৮৭টি  দোকান ও বসত ঘর পুড়ে যায়। খবর পেয়ে রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের  তিনটি টিম, স্থানীয়রা ও সেনাবাহিনীর সহায়তায় প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় অনেকের নগদ টাকা ও স্বর্ণালংকার পুড়ে গেছে। তবে, অগ্নিকাণ্ডে মালামালের ক্ষয়-ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা উদয়ন চাকমা বলেন, ‘বাজারের একটি বাজারের একটি বসত ঘরের গ্যাস সিল্ডিারের চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত হয়। প্রায় কয়েক দেড় ঘণ্টা চেষ্টা  চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। মালামালের ক্ষয়ক্ষতি নিরূপণ করা হচ্ছে।’

সুবলং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুধ মিলন চাকমা বলেন, ‘আগুনে ৪৭টি দোকান ও ৪০টি বসত ঘর পুড়ে গেছে। এছাড়া আগুনে একটি তথ্য সেবা কেন্দ্র ও সুবলং ইউপির গোডাউন পুড়ে গেছে।’

উপজেলা নির্বাহী অফিসার এসএম মনজুরুল হক বলেন, ‘সুবলং বাজারে অর্ধশতের অধিক দোকান পুড়ে গেছে। রাঙ্গামাটি থেকে ফায়ার সার্ভিস দল স্থানীয়দের সহায়তা আগুন নেভাতে সক্ষম হয়েছে।’

 

Comments

The Daily Star  | English
Is human civilisation at an inflection point?

Is human civilisation at an inflection point?

Our brains are being reprogrammed to look for the easiest solutions to our most vexing social and political questions.

8h ago