চলে গেলেন সাবেক ফুটবলার নুরুল হক মানিক

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক ফুটবলার ও ফুটবল ফেডারেশনের ইয়ুথ কোচ নুরুল হক মানিক ধানমন্ডিতে নিজ বাসভবনে মারা গিয়েছেন। রোববার (১৪ জুন) দুপুর তিনটার দিকে মস্তিষ্কের রক্তক্ষরণজনিত কারণে না ফেরার দেশে চলে যান সাবেক এ মিডফিল্ডার বলে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। দুই সন্তান এ স্ত্রী রেখে গেছেন তিনি। এক বিবৃতিতে বাফুফে জানিয়েছে, 'ব্রেন স্ট্রোক করে ধানমন্ডির নিজ বাসায় মারা যান তিনি।

মানিক মারা যাওয়ার পর সাবেক ফুটবলার ও কোচ রেজাউল হক সেখানে গিয়েছিলেন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মানিক মারা যান বলে জানান রেজাউল, 'গত শুক্রবার তিনি করোনাভাইরাস পরীক্ষা করতে দিয়েছিলেন। আজ, তার মৃত্যুর পর জানতে পেরেছি, সে করোনাভাইরাস পরীক্ষায় পজিটিভ ছিলেন।'

আরামবাগ ক্রীড়া সংঘ দিয়ে ক্যারিয়ার শুরু করা মানিক ইয়ংমেন্স ফকিরেরপুল ও ব্রাদার্স ইউনিয়নে খেলার পর ১৯৯৪ সালে যোগ দেন মোহামেডানে। ঐতিহ্যবাহী এই দলের হয়ে খেলেন ১৯৯৮ সাল পর্যন্ত। ছিলেন দলটির অধিনায়কও। ১৯৮৭ থেকে ৯৭ পর্যন্ত খেলেছেন জাতীয় দলের জার্সিতে। এছাড়া এক ম্যাচে অতিথি খেলোয়াড় হিসেবে আবাহনী লিমিটেডের হয়েও এশিয়ান কাপ উইনার্স কাপে খেলেন মানিক।

তার মৃত্যুতে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি সহ সকলেই শোক জানিয়েছেন।

Comments

The Daily Star  | English

Pathways to the downfall of a regime

The erosion in the credibility of the Sheikh Hasina regime did not begin in July 2024.

9h ago