মেহেরপুরে ‘মানবপাচারকারী’ দলের সদস্য মওলানা সামাদ গ্রেপ্তার
মেহেরপুরের গাংনী উপজেলা থেকে ‘মানবপাচারকারী’ চক্রের সদস্য মওলানা আব্দুস সামাদকে (৩০) গ্রেপ্তার করেছে সিআইডি পুলিশ।
আজ সোমবার ভোরে উপজেলার ভোলাডাঙ্গা হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আব্দুস সামাদ গাংনী উপজেলার কসবা উত্তরপাড়া এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে এবং ভোলাডাঙ্গা হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ের শিক্ষক।
তার নামে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানায় মানবপাচারের অভিযোগে মামলা রয়েছে বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন সিআইডির উপ পরিদর্শক (এসআই) হাসানুজ্জামান।
সিআইডি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুস সামাদ উক্ত চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন। অবৈধভাবে বাংলাদেশ থেকে লিবিয়ায় মানব পাচার করে সে। সে আলমডাঙ্গা থানায় দায়ের হওয়া মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে হওয়া মামলার এজাহারভুক্ত আসামি।
Comments