করোনাভাইরাস

ভারতে ২৪ ঘণ্টায় ৩২৫ মৃত্যু, শনাক্ত ১১৫০২

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩২৫ জন। একই সময়ে আক্রান্ত আরও ১১ হাজার ৫০২ জনকে শনাক্ত করা হয়েছে।
সুরক্ষা পোশাক পরে কাজ করছেন ভারতের স্বাস্থ্যকর্মীরা। ১৪ জুন ২০২০। ছবি: রয়টার্স

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩২৫ জন। একই সময়ে আক্রান্ত আরও ১১ হাজার ৫০২ জনকে শনাক্ত করা হয়েছে।

আজ সোমবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, করোনায় ভারতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে নয় হাজার ৫২০ জনে। আর এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা তিন লাখ ৩২ হাজার ৪২৪। এর মধ্যে সুস্থ হয়েছেনে এক লাখ ৬৯ হাজার ৭৯৮ জন।

গত ছয় দিনে রাজধানী দিল্লিতে শনাক্ত হয়েছেন ১০ হাজারেরও বেশি রোগী। সেই হিসাবে সেখানে প্রতিদিন গড়ে এক হাজার ৬০০ জন শনাক্ত হয়েছেন। দিল্লিতে বর্তমানে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৪০ হাজার ছাড়িয়েছে।

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে এক লাখ ১৫ হাজার ৫১৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আর এখন পর্যন্ত পরীক্ষা করা হয়েছে ৫৭ লাখ ৭৪ হাজার ১৩৩টি নমুনা।

উল্লেখ্য, জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টারের তথ্য অনুযায়ী, সংক্রমণের দিক থেকে বিশ্বে ভারতের অবস্থান চার নম্বরে।

জনস হপকিনস ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৯ লাখ ১২ হাজার ৯৮১ জন এবং মারা গেছেন ৪ লাখ ৩৩ হাজার ৩৯৪ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ৩৭ লাখ ৭৭ হাজার ১৬৫ জন।

Comments

The Daily Star  | English

Police see dead man running

Amin Uddin Mollah is dead and buried for two years and 10 months.

3h ago