করোনায় পুলিশের আরও দুই সদস্যের মৃত্যু, মোট ২৬

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন পুলিশের আরও দুই সদস্য। তাদের একজনের নাম— এসএম মুকুল মিয়া (৫৫)। তিনি ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) উপপরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। অপরজন মো. আবুল হোসেন আজাদ (৫১)। তিনি ডিএমপিতে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে পুলিশের ২৬ সদস্য মারা গেছেন।
উপপরিদর্শক মুকুল মিয়া ও কনস্টেবল মো. আবুল হোসেন আজাদ। ছবি: সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন পুলিশের আরও দুই সদস্য। তাদের একজনের নাম— এসএম মুকুল মিয়া (৫৫)। তিনি ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) উপপরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। অপরজন মো. আবুল হোসেন আজাদ (৫১)। তিনি ডিএমপিতে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে পুলিশের ২৬ সদস্য মারা গেছেন।

রাজধানীর ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার সকাল ১১টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন এসআই মুকুল মিয়া। এর আগে, রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীর অবস্থায় আজ ভোররাত ৪টা ১২ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন কনস্টেবল আবুল হোসেন আজাদ।

পুলিশ সদর দপ্তর সূত্র বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছে।

উপপরিদর্শক মুকুল মিয়া ডিএমপির আওতাধীন খিলগাঁও থানায় কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়া থানার চরকুলী গ্রামে। তিনি স্ত্রী, তিন কন্যা ও এক পুত্রসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

কনস্টেবল মো. আবুল হোসেন আজাদ ডিএমপি উত্তর বিভাগের আজমপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি নেত্রকোণা জেলার মদন থানাধীন জয়পাশা গ্রামে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কন্যাসহ অনেক আত্মীয়স্বজন ও বন্ধু-বান্ধব রেখে গেছেন।

সদর দপ্তর সূত্র জানিয়েছে, বাংলাদেশ পুলিশের উদ্যোগে উভয় পুলিশ সদস্যের মরদেহ তাদের নিজ নিজ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জানাজা শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

Comments

The Daily Star  | English
economic challenges for interim government

The steep economic challenges that the interim government faces

It is crucial for the interim government to focus on setting a strong foundation for future changes.

13h ago