পোরশা সীমান্তে বিএসএফের গুলিতে ১ বাংলাদেশি নিহত
নওগাঁর পোরশা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
নিহত সুভাস রায় (৩৮) উপজেলার তুরিপাড়া গ্রামের ভুলু রায়ের ছেলে বলে জানা গেছে।
আজ সোমবার ভোরে সীমান্তের ২২৭ নম্বর পিলারের কাছে ভারতের সীমানায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার রাতে নীতপুর সীমান্ত দিয়ে চোরাইপথে ভারতে গরু আনতে যান আট থেকে ১০ জন।
আজ ভোরে গরু নিয়ে ফেরার পথে ২২৭ নম্বর পিলারের কাছে ভারতের ভেতরে তাদের লক্ষ্য করে গুলি চালায় ১৫৯ আগ্রাবাদ ক্যাম্পের বিএসএফ সদস্যরা। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান সুভাস।
তার সহযোগীরা কে কোথায় আছেন তা জানার চেষ্টা চলছে।
১৬ বিজিবি নীতপুর ক্যাম্পের সুবেদার আনিছুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘শুনেছি যে ভারতের প্রায় দুই কিলোমিটার ভেতরে বাংলাদেশি কোনো নাগরিকের মরদেহ পড়ে আছে। বিএসএফ এখনও বিজিবিকে কিছু জানায়নি। তবে বিষয়টি বিজিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জেনেছেন।’
তিনি আরও বলেন, ‘আরও কেউ আহত হয়েছেন কিনা খোঁজ নেওয়া হচ্ছে। ঘটনার পর বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে। কিন্তু, বিএসএফ এখন পর্যন্ত কিছু জানায়নি।’
Comments