স্বাস্থ্য খাতে লুটপাটের বিরুদ্ধে বরিশালে বাসদের বিক্ষোভ
বরিশালে ঘরে ঘরে গিয়ে করোনা রোগের নমুনা সংগ্রহ, পরীক্ষার সক্ষমতা বাড়ানো, করোনা রোগী পরিবহনে বিশেষ অ্যাম্বুলেন্স চালু, আইসিইউ শয্যা বৃদ্ধি এবং স্বাস্থ্য খাতের লুটপাটের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ।
আজ সোমবার সকালে অশ্বিনী কুমার হলের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তারা স্বাস্থ্য খাতের দুর্নীতি ও লুটপাট বন্ধ করে সবার জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করার দাবী জানিয়েছেন।
বাসদের জেলা ও মহানগর কমিটির আহ্বায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুমনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন বাসদের সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী।
তিনি বলেন, ‘বর্তমানে দক্ষিণাঞ্চলে শুধুমাত্র শের-ই বাংলা মেডিকেল কলেজে করোনা পরীক্ষার ব্যবস্থা রয়েছে। প্রতিদিন শত শত রোগী আসলেও তাদের পরীক্ষা করা হচ্ছে না। তারা দিনের পর দিন ঘুরছে। আমরা বাড়ি বাড়ি গিয়ে করোনার নমুনা সংগ্রহের দাবী জানাই। সেই সঙ্গে আরও বেশি পরিমাণে পরীক্ষার দাবী জানাই।’
মনীষা চক্রবর্তী আরও বলেন, ‘স্বাস্থ্য খাতে সীমাহীন দুর্নীতি চলছে। কে-৯৫ ভুয়া মাস্ক সরবরাহ করা হলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আমরা এই লুটপাটে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবী জানাই। আমরা স্বাস্থ্য খাতে বাজেটের ১২ ভাগ বরাদ্দেরও দাবী জানাই।’
Comments