লাল ও হলুদ জোনে অফিস বন্ধের ঘোষণা
করোনাভাইরাস বিস্তারের মাত্রা অনুসারে ঘোষিত লাল ও হলুদ জোনের সব ধরনের অফিস বন্ধ রাখতে বলেছে সরকার। এই এলাকাগুলোর বাসিন্দাদেরকে এবং এসব এলাকায় যারা কাজ করেন তাদেরকেও এ সময় ছুটি পালন করতে বলা হয়েছে।
আর, সবুজ জোন হিসেবে ঘোষিত এলাকার অফিসগুলো সব ধরণের স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে খোলা থাকবে।
মন্ত্রিপরিষদ বিভাগ আজ সোমবার এ বিষয়ে একটি পরিপত্র জারি করেছে।
জোনভিত্তিক অফিস খোলা রাখার এই আদেশ ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এলাকায় সংক্রমণের মাত্রা বিবেচনায় এরই মধ্যে ঢাকা, চট্টগ্রামসহ দেশের মোট পাঁচটি জেলার বেশ কিছু এলাকাকে লাল জোন হিসেবে চিহ্নিত করেছে করোনা প্রতিরোধে গঠিত কেন্দ্রীয় টেকনিক্যাল কমিটি। এর মধ্যে বেশ কিছু এলাকায় এখন পরীক্ষামূলকভাবে লকডাউন চলছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৭টি এলাকা ও দক্ষিণের ২৮টি এলাকা লাল জোন হিসেবে চিহ্নিত হয়েছে। চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার ১১ এলাকাকে সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে লাল জোনে অন্তর্ভুক্ত করা হয়েছে।
আরও পড়ুন:
Comments