কোভিড-১৯ নেগেটিভ-পজিটিভ নকল সনদ উদ্ধার, আটক ৩

রাজধানীর মুগদা এলাকায় একটি ফটোকপির দোকানে র‌্যাব অভিযান চালিয়ে কোভিড-১৯ নেগেটিভ ও পজেটিভ সনদ উদ্ধার করেছে। অবৈধ সনদ তৈরি ও বিক্রির কাজে নিয়োজিত থাকার অভিযোগে তিনজনকে আটক হয়েছে।
Arrest logo
প্রতীকী ছবি। স্টার অনলাইন গ্রাফিক্স

রাজধানীর মুগদা এলাকায় একটি ফটোকপির দোকানে র‌্যাব অভিযান চালিয়ে কোভিড-১৯ নেগেটিভ ও পজেটিভ সনদ উদ্ধার করেছে। অবৈধ সনদ তৈরি ও বিক্রির কাজে নিয়োজিত থাকার অভিযোগে তিনজনকে আটক হয়েছে।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক সুজয় সরকার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দেশের লকডাউন শুরুর পর থেকেই এই চক্রটি নকল সনদ তৈরি করে বিভিন্নজনের কাছ থেকে অর্থ আদায় করে আসছিল।

সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার বেলা ১২টায় র‌্যাব-৩ এর একটি দল উত্তর মুগদা এলাকায় একটি ফটোকপির দোকানে অভিযান চালিয়ে সেখানে থেকে ৫০-৬০টি কোভিড-১৯ নেগেটিভ সনদ ও কয়েকটি কোভিড-১৯ পজেটিভ সনদ এবং সনদ তৈরি সরঞ্জাম জব্দ করে।

সেসময় তিন জনকে আটক করা হয়।

Comments

The Daily Star  | English

‘Humanity must prevail’

Says UN as Israeli offensive in Gaza enters 12th month; Israeli attacks kill 61 in Gaza in 48 hours

11m ago