আরিচা লঞ্চ ঘাট এলাকার ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

মানিকগঞ্জের শিবালয়ের আরিচা ঘাট এলাকায় সড়ক ও জনপথ বিভাগের জায়গায় নির্মিত ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আজ সোমবার সকাল ১০টা থেকে শুরু হয়ে এই উচ্ছেদ অভিযান চলে দুপুর ১টা পর্যন্ত।
সোমবার সকাল ১০টা থেকে শুরু হয়ে এই উচ্ছেদ অভিযান চলে দুপুর ১টা পর্যন্ত। ছবি: স্টার

মানিকগঞ্জের শিবালয়ের আরিচা ঘাট এলাকায় সড়ক ও জনপথ বিভাগের জায়গায় নির্মিত ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আজ সোমবার সকাল ১০টা থেকে শুরু হয়ে এই উচ্ছেদ অভিযান চলে দুপুর ১টা পর্যন্ত।

অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানটি পরিচালনা করেন সড়ক ও জনপথ বিভাগের যুগ্ম-সচিব ও আইন কর্মকর্তা মাহবুবুলর রহমান ফুকই।

এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী গাউস-উল-হাসান মসরুফ, উপ-বিভাগীয় প্রকৌশলী আনিসুর রহমান, পুলিশ, ফায়ার সার্ভিস, পল্লী-বিদ্যুৎ এবং ‘নিরাপদ সকর চাই’ সংগঠনের সদস্যরা।

মানিকগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী গাউস-উল-হাসান মসরুফ বলেন, ‘আরিচা লঞ্চঘাট এলাকার ড্রেন নির্মাণ এবং উন্নয়ন কাজের জন্য সড়কের দুই পাশে জায়গা প্রয়োজন হয়। এ কারণে ওই এলাকায় অবৈধভাবে স্থাপনা করে বসবাসকারীদের সরে যেতে বলা হয়। তাদের সর্তকতামূলক নোটিশ প্রদান ও মাইকিং করা হয়। এত কিছুর পরেও অবৈধ স্থাপনা না সরানোয় পূর্বঘোষিত সময় অনুযায়ী ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।’

তিনি আরও বলেন, ‘রাস্তা প্রশস্তকরণ ড্রেন নির্মাণের জন্য সড়কের দুই পাশে সকল ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।’

এর আগে, অনেকবার সড়ক ও জনপদের রাস্তা দখলকারীদের উচ্ছেদের নোটিশ দেওয়া হলেও তারা সড়ক ও জনপদের রাস্তা ছেড়ে না দেওয়ায় এই অভিযান পরিচালনা করে সড়ক ও জনপথ বিভাগ।

Comments

The Daily Star  | English

Yunus holds brief meeting with Malaysian PM at Dhaka airport

Following the meeting, they boarded the same car to travel to the bilateral venue

2h ago