অর্ধেক মরদেহ দক্ষিণখানে বাকি অর্ধেক বিমানবন্দর এলাকায়
রাজধানীর দক্ষিণখান এলাকায় বস্তাবন্দী অবস্থায় এক যুবকের অর্ধেক মরদেহ পাওয়া গেছে। মস্তকবিহীন মরদেহের বাকি অর্ধেক দুপুরে বিমানবন্দর এলাকা থেকে উদ্ধার হয়েছে।
দক্ষিণখান থানা ওসি সিকদার মোহাম্মদ শামীম হোসেন দ্য ডেইলি স্টারকে জানান, আজ বেলা সাড়ে ১১টায় দক্ষিণখান মুক্তিযোদ্ধা রোডে নাভি থেকে পা পর্যন্ত এক যুবকের লাশ পাওয়া যাওয়ার খবর আসে। কিছুক্ষণ পর জানতে পারি ওই যুবকের নাভির উপর থেকে গলা পর্যন্ত আরেকটি অংশ উদ্ধার করেছে বিমানবন্দর থানা পুলিশ।
তবে নিহত যুবকের মস্তক এখনো উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানান দক্ষিণখান থানার ওসি।
তিনি জানান, নিহতের বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে হতে পারে। লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
Comments