নোয়াখালীতে ৫ ঘণ্টার ব্যবধানে পিতা-পুত্রের মৃত্যু
নোয়াখালীর সুবর্ণচরে পাঁচ ঘণ্টার ব্যবধানে পিতা-পুত্রের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ৬টা থেকে বেলা ১১টার মধ্যে উপজেলার পশ্চিম চরজুবিলি গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন- বাংলাদেশ রাইফেলস (বিডিআর) এর সাবেক সুবেদার আবুল হোসেন (৭৫) ও তার ছেলে ইব্রাহিম খলিল দিদার (৪৫)। খবর পেয়ে চরজব্বার থানার পরিদর্শক (তদন্ত) ইব্রাহীম খলিল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
চরজব্বার থানার পুলিশ পরিদর্শক ইব্রাহীম খলিল নিহতদের পরিবারের বরাত দিয়ে জানান, বিডিআরের অবসরপ্রাপ্ত সুবেদার আবুল হোসেন আজ সকাল সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে নিজ বাড়ির পুকুর ঘাটে নামাজের ওযু করতে যান। সেখানে তিনি স্ট্রোক করে পানিতে পড়ে গিয়ে নিখোঁজ হন। অযু শেষে ঘরে না ফেরায় পরিবারের লোকজন তাকে খুঁজতে বের হয়। এসময় পুকুরের পানিতে তার মরদেহ পড়ে থাকতে দেখে চরজব্বার থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে আসে। বাবার মৃত্যুর সংবাদ শুনে তার ছেলে ইব্রাহীম খলিল দিদার মাইজদী শহর থেকে সুবর্ণচরের চরজুবিলি গ্রামের বাড়িতে আসেন। পিতার মরদেহ দেখে শোকে কাতর হয়ে স্ট্রোক করেন তিনিও। গুরুতর অবস্থায় উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চরজুবিলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হানিফ চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘অল্প সময়ের ব্যবধানে একই দিনে পিতা ও পুত্রের মৃত্যুর বিষয়টি সত্যি দুঃখজনক।’
Comments