শ্বাসকষ্ট নিয়ে সিএমএইচে ভর্তি সিলেটের সংসদ সদস্য মোকাব্বির

শ্বাসকষ্ট নিয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খান।
সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খান। ছবি: সংগৃহীত

শ্বাসকষ্ট নিয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খান।

আজ সোমবার দুপুর তিনটায় তাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী কয়েস মিয়া।

তিনি বলেন, ‘কয়েকদিন ধরে অসুস্থতা বোধ করছিলেন সংসদ সদস্য মোকাব্বির খান। তার সামান্য জ্বর ও কাশিও ছিল। এরমধ্যে আজ সকাল থেকে শ্বাসকষ্ট শুরু হয়, পরে অবস্থার অবনতি হলে দুপুরে সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়।’

কয়েস মিয়া আরও বলেন, ‘তিনি ন্যাম ভবনেই ছিলেন। বিকেল চারটার ফ্লাইটে তার সিলেট যাওয়ার কথা ছিল।’

করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে তার নমুনা সংগ্রহ করে ইতোমধ্যে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং আগামীকাল ফলাফল জানা যাবে বলে সিএমএইচের চিকিৎসকদের বরাত দিয়ে জানান কয়েস।

উল্লেখ্য, গণফোরামের কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য মোকাব্বির খান ২০১৮ সালের নির্বাচনে সিলেট-২ আসনে জাতীয় পার্টির প্রার্থীকে পরাজিত করে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।

Comments

The Daily Star  | English

Former lawmakers Asaduzzaman Noor, Mahbub Ali arrested

DB arrested Asaduzzaman Noor at 11:00pm from Nawratan colony on Bailey Road, while, Mahbub Ali was arrested from Segunbagicha area

4h ago