বেইজিংয়ে নতুন করে বাড়ছে করোনা রোগীর সংখ্যা

বেইজিংয়ের একটি খেলার মাঠে করোনা পরীক্ষা করছেন স্বাস্থ্যকর্মীরা। ১৫ জুন ২০২০। ছবি: রয়টার্স

চীনের রাজধানী শহর বেইজিংয়ে নতুন ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস। সেখানে প্রতিদিনই বাড়ছে রোগীর সংখ্যা।

আজ মঙ্গলবার চীনের স্বাস্থ্য বিভাগের বরাত দিয়ে সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, গতকাল এক দিনে নতুন করে ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

এ নিয়ে গত পাঁচ দিনে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০৬ জনে।

বেইজিং ছাড়াও চীনের হুবেই প্রদেশে চার জন ও সিচুয়ানে এক জন করোনা রোগী পাওয়া গেছে।

বেইজিংয়ের দক্ষিণপশ্চিমে শিনফাদি বাজারে নতুন করে সংক্রমণ শুরু হওয়ায় শহরটিতে করোনা রোগীর সংখ্যা বাড়ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গতকাল চীনের রোগ নিয়ন্ত্রণ কেন্দ্রের পরিচালক গাও ফু গণমাধ্যমকে বলেন, ‘ভাইরাসের নমুনা সংগ্রহ করে এর জেনেটিক দিকগুলো বিশ্লেষণ করা হয়েছে।’

‘নতুন সংক্রমণের উৎস খুঁজে বের করা হচ্ছে’ বলেও জানান তিনি।

Comments

The Daily Star  | English

NCP rally comes under attack in Gopalganj

Chase and counter-chase were seen between law enforcers and BCL activists in the area

46m ago