করোনাভাইরাস

মৃত্যু ৪ লাখ ৩৬ হাজার, আক্রান্ত ৮০ লাখ ৩৪ হাজারের বেশি

বিশ্বব্যাপী প্রতিনিয়ত মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। ইতোমধ্যে চার লাখ ৩৬ হাজারেরও বেশি মানুষ মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ৮০ লাখের বেশি। এ ছাড়া, সুস্থও হয়েছেন সাড়ে ৩৮ লাখের বেশি মানুষ।
ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তির মরদেহ দাফন করা হচ্ছে। ৮ জুন ২০২০। ছবি: রয়টার্স

বিশ্বব্যাপী প্রতিনিয়ত মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। ইতোমধ্যে চার লাখ ৩৬ হাজারেরও বেশি মানুষ মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ৮০ লাখের বেশি। এ ছাড়া, সুস্থও হয়েছেন সাড়ে ৩৮ লাখের বেশি মানুষ।

আজ মঙ্গলবার জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।

জনস হপকিনস ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮০ লাখ ৩৪ হাজার ৪৬১ জন এবং মারা গেছেন ৪ লাখ ৩৬ হাজার ৮৯৯ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ৩৮ লাখ ৫৭ হাজার ৩৩৮ জন।

করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ২১ লাখ ১৪ হাজার ২৬ জন এবং মারা গেছেন ১ লাখ ১৬ হাজার ১২৭ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ৫ লাখ ৭৬ হাজার ৩৩৪ জন।

যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৮৮ হাজার ২৭১ জন, মারা গেছেন ৪৩ হাজার ৯৫৯ জন এবং সুস্থ হয়েছেন ৪ লাখ ৭৭ হাজার ৭০৯ জন।

মৃত্যুর সংখ্যার দিক থেকে তৃতীয়তে রয়েছে যুক্তরাজ্য। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৪১ হাজার ৮২১ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ২ লাখ ৯৮ হাজার ৩১৫ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১ হাজার ২৮৪ জন।

করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে রাশিয়া ও পেরুতেও। রাশিয়ায় এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৩৬ হাজার ৪৮৪ জন এবং মারা গেছেন ৭ হাজার ৮১ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ২ লাখ ৮৪ হাজার ২১ জন। পেরুতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩২ হাজার ৯৯২ জন এবং মারা গেছেন ৬ হাজার ৮৬০ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১ লাখ ১৯ হাজার ৪০৯ জন।

প্রতিবেশী দেশ ভারতে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৩২ হাজার ৪২৪ জন, মারা গেছেন ৯ হাজার ৫২০ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৩৯৮ জন।

ইউরোপের দেশ স্পেনে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪৪ হাজার ১০৯ জন, মারা গেছেন ২৭ হাজার ১৩৬ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৫০ হাজার ৩৭৬ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩৭ হাজার ২৯০ জন, মারা গেছেন ৩৪ হাজার ৩৭১ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৭৭ হাজার ১০ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯৪ হাজার ৩০৫ জন, মারা গেছেন ২৯ হাজার ৪৩৯ জন এবং সুস্থ হয়েছেন ৭৩ হাজার ১৬৮ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮৭ হাজার ৬৮২ জন, মারা গেছেন ৮ হাজার ৮০৭ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৭২ হাজার ৬৯২ জন।

মধ্যপ্রাচ্যের দেশ ইরানে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮৯ হাজার ৮৭৬ জন, মারা গেছেন ৮ হাজার ৯৫০ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৫০ হাজার ৫৯০ জন। তুরস্কে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭৯ হাজার ৮৩১ জন, মারা গেছেন ৪ হাজার ৮২৫ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৫২ হাজার ৩৬৪ জন।

ভাইরাসটির সংক্রমণস্থল চীনে আক্রান্ত হয়েছেন ৮৪ হাজার ৩৭৮ জন, মারা গেছেন ৪ হাজার ৬৩৮ জন এবং সুস্থ হয়েছেন ৭৯ হাজার ৪৮৯ জন।

উল্লেখ্য, গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। প্রতিষ্ঠানটির সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ৯০ হাজার ৬১৯ জনকে শনাক্ত করা হয়েছে। মারা গেছেন ১ হাজার ২০৯ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ৩৪ হাজার ২৭ জন।

Comments

The Daily Star  | English

A war where every rule is being violated: Doctors without Borders

Médecins Sans Frontières (MSF), also known as Doctors without Borders, today called for an immediate and sustained ceasefire in Gaza to stop killing of civilians and allow for the delivery of desperately-needed humanitarian aid

25m ago