চলে গেলেন মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন
মুক্তিযোদ্ধা, লেখক ও গবেষক, প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন (৭০) মারা গেছেন। চাঁদপুরে মঙ্গলবার সকালে নিজ বাসায় ঘুমের মধ্যেই তার মৃত্যু হয় বলে পরিবার থেকে জানানো হয়েছে।
দেলোয়ার হোসেনের নিকটাত্মীয় ডা. রফিকুল ইসলাম ফয়সাল সকালে মরদেহ দেখে পরিবারকে জানান, হার্ট অ্যাটাকে দেলোয়ার হোসেনের মৃত্যু হয়েছে।
চাঁদপুরে হাজীগঞ্জ উপজেলার অলীপুর গ্রামে জন্ম দেলোয়ার হোসেনের। সম্মুখসারির মুক্তিযোদ্ধা হিসেবে তিনি চাঁদপুরে মুক্তিফৌজ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। পাশাপাশি চাঁদপুর ডায়বেটিক সমিতি, রোটারী ক্লাব, সাহিত্য একাডেমিসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের গুণী সংগঠক হিসেবে তার বেশ পরিচিতি ছিল। এছাড়া চাঁদপুরের ইতিহাস, ঐতিহ্য, মুক্তিযুদ্ধ, জনস্বাস্থ্য এবং ভ্রমণ কাহিনী নিয়ে তার অসংখ্য লেখা বিভিন্ন পত্রপত্রিকা ও বই আকারে প্রকাশিত হয়েছে।
মৃত্যুর আগে তার ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন, তাতে লেখা ছিল ‘একশ টাকার ওষুধে করোনা সারাবে।’ সেখানে বিস্তারিত তথ্য দিয়ে ডা. জাফরউল্লাহর একটি বক্তব্য তুলে ধরেন তিনি।
Comments