সংসদ সদস্য মোকাব্বির খানের করোনা শনাক্ত

সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খান। ছবি: সংগৃহীত

শ্বাসকষ্ট নিয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এ ভর্তি হওয়া সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খানের করোনা শনাক্ত হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে তার নমুনা পরীক্ষার ফলে তিনি করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন বলে রিপোর্ট এসেছে। বিষয়টি দ্য ডেইল স্টারকে নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সহকারী কয়েস মিয়া।

গতকাল দুপুর ৩টায় শ্বাসকষ্ট নিয়ে তাকে সিএমএইচে ভর্তি করা হয়।

কয়েস মিয়া বলেন, ‘তাকে আপাতত নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হলেও তিনি গতকালের থেকে ভালো বোধ করছেন এবং দুপুরে স্বাভাবিক খাওয়াদাওয়াও করতে পেরেছেন’।

সোমবার তিনি দ্য ডেইলি স্টারকে জানিয়েছিলেন, কয়েকদিন ধরে অসুস্থতা বোধ করছিলেন সংসদ সদস্য মোকাব্বির খান। তার সামান্য জ্বর ও কাশিও ছিল।

এরমধ্যে গতকাল সকাল থেকে শ্বাসকষ্ট শুরু হয়, পরে অবস্থার অবনতি হলে দুপুরে সিএমএইচে ভর্তি করা হয়।

উল্লেখ্য, গণফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য মোকাব্বির খান ২০১৮ সালের নির্বাচনে সিলেট-২ আসনে জাতীয় পার্টির প্রার্থীকে পরাজিত করে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।

Comments

The Daily Star  | English

Explosions rock Indian Kashmir

Sirens ring out in Jammu, projectiles in night sky; Islamabad says Indian drones earlier entered its airspace

10h ago