সাবেক চিফ হুইপ আব্দুস শহীদ এমপি করোনায় আক্রান্ত
আওয়ামী লীগের সংসদ সদস্য সাবেক চিফ হুইপ আব্দুস শহীদ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রাজধানীর একটি হাসপাতালে তার চিকিৎসা চলছে।
আব্দুস শহীদের ব্যক্তিগত সহকারী আহাদ মো. সাঈদ জানান, জ্বর ও কাশি থাকায় সতর্কতার খাতিরে সোমবার রাতে তাকে শেখ রাসেল জাতীয় গ্যাষ্ট্রোলিভার ইনিস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়।
‘আজকে রিপোর্টে জানা যায় যে আব্দুস শহীদ করোনাভাইরাসে আক্রান্ত,’ যোগ করেন আহাদ।
মৌলভীবাজার-৪ আসন থেকে ছয়বারের নির্বাচিত এমপি আব্দুস শহীদ বর্তমানে অনুমিত হিসাব সংক্রান্ত সংসদের স্থায়ী কমিটির সভাপতি।
Comments