চীনের সঙ্গে সীমান্ত সংঘাতে ভারতের ২০ সৈন্য নিহত

ভারত অধিকৃত কাশ্মীরের লাদাখে চীনা সৈন্যদের সঙ্গে সংঘর্ষে ভারতের অন্তত ২০ সৈন্য নিহত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় কর্মকর্তারা।
India China border
লাদাখে ভারত-চীনের সীমান্ত। ছবি: এপি ফাইল ফটো

ভারত অধিকৃত কাশ্মীরের লাদাখে চীনা সৈন্যদের সঙ্গে সংঘর্ষে ভারতের অন্তত ২০ সৈন্য নিহত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় কর্মকর্তারা।

প্রথমে সীমান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিবেশী দেশ দুটির মধ্যে সংঘর্ষে এক সেনা কর্মকর্তাসহ ভারতীয় সেনাবাহিনীর তিন জন নিহত হয়েছেন বলে জানিয়েছিল ভারতীয় গণমাধ্যম।

পরবর্তীতে গুরুতর আহত সেনা কর্মকর্তাসহ অন্তত ২০ জন মারা গেছে বলে বিবিসির এক খবরে প্রকাশ করা হয়েছে।

চীন কোনো মৃত্যুর খবর প্রকাশ না করলেও ভারতীয় সৈন্যদের বিরুদ্ধে সীমান্ত অতিক্রম করে চীনা ভূখণ্ডে প্রবেশের অভিযোগ এনেছে।

ভারতীয় গণমাধ্যম চীনের সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ভারতীয় সেনাদের আক্রমণে চীনের পাঁচ সেনা নিহত হয়েছে।

 

Comments