করোনাভাইরাস

আজ মৃত্যু ৪৩, শনাক্ত সর্বোচ্চ ৪০০৮

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৩ জন। এখন পর্যন্ত মারা গেছেন এক হাজার ৩০৫ জন। একই সময়ে আক্রান্ত আরও চার হাজার আট জনকে শনাক্ত করা হয়েছে। এটিই এখন পর্যন্ত এক দিনে সর্বোচ্চ শনাক্ত। নতুন চার হাজার আট জনসহ মোট শনাক্ত হয়েছেন ৯৮ হাজার ৪৮৯ জন।
Corona BD.jpg
প্রতীকী ছবি। সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৩ জন। এখন পর্যন্ত মারা গেছেন এক হাজার ৩০৫ জন। একই সময়ে আক্রান্ত আরও চার হাজার আট জনকে শনাক্ত করা হয়েছে। এটিই এখন পর্যন্ত এক দিনে সর্বোচ্চ শনাক্ত। নতুন চার হাজার আট জনসহ মোট শনাক্ত হয়েছেন ৯৮ হাজার ৪৮৯ জন।

আজ বুধবার দুপুর আড়াইটার দিকে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৫২৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে চার হাজার আট জন শনাক্ত হয়েছেন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২২ দশমিক ৮৭ শতাংশ। এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ৯৮ হাজার ৪৮৯ জন। মারা গেছেন আরও ৪৩ জন। তাদের মধ্যে ২৮ জন পুরুষ ও ১৫ জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে তাদের মধ্যে একজনের বয়স ০-১০ বছরের মধ্যে, একজনের বয়স ১১-২০ বছরের মধ্যে, একজনের বয়স ২১-৩০ বছরের মধ্যে, চার জনের বয়স ৩১-৪০ বছরের মধ্যে, চার জনের বয়স ৪১-৫০ বছরের মধ্যে, নয় জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে, ১২ জনের বয়স ৬১-৭০ বছরের মধ্যে, নয় জনের বয়স ৭১-৮০ বছরের মধ্যে ও দু্ই জনের বয়স ৮১-৯০ বছরের মধ্যে। দেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যুবরণ করেছেন এক হাজার ৩০৫ জন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৯২৫ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৮ হাজার ১৮৯ জন। সব মিলিয়ে এ পর্যন্ত পাঁচ লাখ ৫১ হাজার ২৪৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

স্বাস্থ্য বুলেটিনে জানানো হয়, দেশে মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৩৮ দশমিক ৭৭ শতাংশ ও মৃত্যুর হার এক দশমিক ৩৩ শতাংশ।

উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় বলে জানায় আইইডিসিআর। আর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর সংবাদ জানানো হয়।

Comments

The Daily Star  | English
bd govt logo

25 districts including Dhaka get new DCs

Deputy commissioners were withdrawn from these districts on August 20

31m ago