দমকল বাহিনীর ১৬৭ জন করোনা আক্রান্ত, সুস্থ ৮৬ জন
দমকল বাহিনীর মোট ১৬৭ জন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৮৬ জন।
আজ বুধবার বাহিনীর সদরদপ্তরের ডিউটি অফিসার এরশাদ হোসাইন দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।
তিনি বলেন, আক্রান্তদের মধ্যে ঢাকায় ১৪৯ জন, সিলেটে সাত জন, ময়মনসিংহে পাঁচজন, চট্টগ্রামে চার জন এবং রংপুরের দুই জন।
এরশাদ হোসাইন আরও জানান, দমকল বাহিনীর পূর্বাচল স্টেশন ও এর পাশেই একটি স্কুলে বাহিনীর সদস্য ও স্টাফদের ৮১ জন চিকিৎসাধীন আছেন।
বাহিনীর নিজস্ব চিকিৎসক ও নার্স তাদের চিকিৎসাসেবা দিচ্ছেন বলেও জানান তিনি।
Comments