চট্টগ্রাম জেনারেল হাসপাতালকে হাই ফ্লো নাসাল ক্যানোলা দিলো সিটি ব্যাংক

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের করোনা রোগীদের জন্য একটি ‘হাই ফ্লো নাসাল ক্যানোলা’ দিয়েছে সিটি ব্যাংক কর্তৃপক্ষ।
জেনারেল হাসপাতালের আইসিইউ ইউনিটে কোভিড-১৯ রোগীদের অক্সিজেন সরবরাহের ক্ষেত্রে এই ক্যানোলা সেটটি ব্যবহৃত হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
গতকাল মঙ্গলবার বিকালে সিটি ব্যাংক চেয়ারম্যান আজিজ আল কায়সার, জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট( মেডিসিন) ডা. আব্দুর রবের কাছে এই নাসাল ক্যানোলা সেটটি হস্তান্তর করেন বলে জানিয়েছেন, সিএমপির জনসংযোগ শাখার অতিরিক্ত উপপুলিশ কমিশনার আবু বক্কর সিদ্দিক।
তিনি বলেন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে কোভিড -১৯ রোগীর চাপ বেড়ে যাওয়ায় অক্সিজেন সরবরাহের প্রয়োজনীয়তা বৃদ্ধি পেয়েছে। বিষয়টি নজরে এলে সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান সিটি ব্যাংকের সাথে আলোচনা করেন এবং তার অনুরোধে সাড়া দিয়ে সিটি ব্যাংক কর্তৃপক্ষ ক্যানোলা সেটটি হাসপাতালকে দেয়।
Comments