নর্থ সাউথে গ্রীষ্মকালীন সেমিস্টার ফি ২০ শতাংশ মওকুফের ঘোষণা
করোনাভাইরাসের কারণে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের এ বছর গ্রীষ্মকালীন সেমিস্টারের টিউশন ফি-এর ২০ শতাংশ মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে।
বিশ্বব্যাপী করোনা মহামারিতে শিক্ষার্থী এবং অভিভাবকদের অর্থনৈতিক চাপ কিছুটা কমাতে এ সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়টি।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজ বুধবার ফি মওকুফের বিষয়টি জানানো হয়।
এ ছাড়া, বর্তমান পরিস্থিতি বিবেচনা করে, শিক্ষার্থীদের যোগ্যতা এবং প্রয়োজনের ওপর ভিত্তি করে আরও বৃত্তি দেওয়ার বিষয়ে বিশ্ববিদ্যালয় উদারতার পরিচয় দেবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।
Comments