আম খাওয়ানোর প্রলোভনে শ্লীলতাহানির অভিযোগ
ঠাকুরগাঁও সদর উপজেলায় আম খাওয়ানোর প্রলোভনে আট বছরের কন্যাশিশুকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে ৫৫ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় আজ বুধবার দুপুরে ওই শিশুর বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে এক জনকে আসামি করে একটি মামলা করেছেন।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেন।
মামলার বরাত দিয়ে ওসি বলেন, ‘গত সোমবার সকালে আট বছরের ওই শিশু বাড়ির পাশে ফুপুর বাড়িতে বেড়াতে যায়। সেখান থেকে অভিযুক্ত ওই শিশুকে আম খাওয়ানোর লোভ দেখিয়ে কৌশলে তার বাড়িতে নিয়ে যায় এবং শ্লীলতাহানির চেষ্টা করে।’
তখন শিশুটির মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান বলে জানান ওসি।
পরে পরিবারের লোকজন মেয়েটিকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়।
ওসি তানভিরুল জানান, মামলার তদন্ত চলছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।
Comments