জীবন উৎসর্গকারী চিকিৎসকদের প্রতি শ্রদ্ধা

কোভিড-১৯ মহামারিতে সম্মুখসারিতে থেকে লড়াই করতে গিয়ে প্রাণ দিতে হচ্ছে দেশের চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদেরও। চিকিৎসকদের সংগঠন এফডিএসআর’র তথ্য অনুযায়ী, ১৭ জুন (বুধবার) পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৮ জন চিকিৎসক। এর বাইরে উপসর্গ নিয়ে মারা গেছেন আরও পাঁচ জন চিকিৎসক। তাদের সবার প্রতি দ্য ডেইলি স্টারের শ্রদ্ধা।

কোভিড-১৯ মহামারিতে সম্মুখসারিতে থেকে লড়াই করতে গিয়ে প্রাণ দিতে হচ্ছে দেশের চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদেরও। চিকিৎসকদের সংগঠন এফডিএসআর’র তথ্য অনুযায়ী, ১৭ জুন (বুধবার) পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৮ জন চিকিৎসক। এর বাইরে উপসর্গ নিয়ে মারা গেছেন আরও পাঁচ জন চিকিৎসক। তাদের সবার প্রতি দ্য ডেইলি স্টারের শ্রদ্ধা।

ছবি ও তথ্য: ফাউন্ডেশন ফর ডক্টরস' সেফটি, রাইটস অ্যান্ড রেস্পন্সিবিলিটিজ (এফডিএসআর) এর সৌজন্যে। করোনায় আক্রান্ত হয়ে ও করোনা উপসর্গ নিয়ে যেসব চিকিৎসক মৃত্যুবরণ করেছেন, এই তালিকায় শুধু তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

 

করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন যেসব চিকিৎসক

মৃত্যু ১৫ এপ্রিল: ডা. মঈন উদ্দিন আহমেদ; সহকারী অধ্যাপক, মেডিসিন বিভাগ, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ

মৃত্যু ৩ মে: অধ্যাপক কর্নেল (অব.) ডা. মো. মনিরুজ্জামান; হেমাটোলোজিস্ট, রেসিডেন্ট ফিজিশিয়ান, বুয়েট

মৃত্যু ১২ মে: অধ্যাপক ডা. আবুল মুকারিম; কনসালটেন্ট, রেজিওলোজিস্ট, ইবনে সিনা

মৃত্যু ১৮ মে: ডা. আজিজুর রহমান রাজু; প্রাক্তন জিএম, তিতাস গ্যাস

মৃত্যু ২২ মে: ডা. এম এ মতিন; প্রাক্তন সিভিল সার্জন, মৌলভীবাজার

মৃত্যু ২২ মে: ডা. কাজী দিলরুবা খানম; গাইনি বিশেষজ্ঞ

মৃত্যু ২৬ মে: ডা. আমিনা খান; গাইনি বিশেষজ্ঞ, নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল

মৃত্যু ২৬ মে: ডা. আব্দুর রহমান; সিনিয়র কনসালটেন্ট (অ্যানেসথেসিয়া)

মৃত্যু ২৭ মে: অধ্যাপক ডা. মোশাররফ হোসেন; সাবেক বিভাগীয় প্রধান অর্থোপেডিকস, শেরে বাংলা মেডিকেল কলেজ

মৃত্যু ২৮ মে: ক্যাপ্টেন (অব.) ডা. মো. এ এফ এম সাইদুল ইসলাম

মৃত্যু ১ জুন: ডা. ওয়াহিদুজ্জামান আকন্দ বাবলু; কনসালটেন্ট, রেসপিরেটরি মেডিসিন

মৃত্যু ২ জুন: ডা. মনজুর রশিদ চৌধুরী; ইউরোলোজিস্ট, সাবেক কনসালটেন্ট ডিএমসিএইচ

মৃত্যু ৩ জুন: সহযোগী অধ্যাপক ডা. ইহসানুল করিম; সহযোগী অধ্যাপক মেডিসিন, মেরিন সিটি মেডিকেল কলেজ, চট্টগ্রাম

মৃত্যু ৩ জুন: ডা. এ কে এম ওয়াহিদুল হক; সাবেক ইভ্যালুয়েটর অফিসার, ডিজি হেলথ

মৃত্যু ৩ জুন: ডা. মহিউদ্দিন; অধ্যাপক মাইক্রোবায়োলোজি, ইব্রাহিম মেডিকেল কলেজ

মৃত্যু ৪ জুন: অধ্যাপক ডা. হাবিবুর রহমান; অধ্যাপক ফরেনসিক মেডিসিন, জহুরুল হক মেডিকেল কলেজ

মৃত্যু ৪ জুন: ডা. মুহিদুল হাসান; চট্টগ্রাম মেডিকেল কলেজ, ইএমও

মৃত্যু ৪ জুন: ডা. ইহসানুল কবির চৌধুরী; সাবেক ইউএইচএফপিও

মৃত্যু ৫ জুন: ডা. এস এম এ গোলাম কিবরিয়া; সাবেক চেয়ারম্যান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ইউরোলোজি বিভাগ

মৃত্যু ৭ জুন: অধ্যাপক ডা. মির্জা নাজিম উদ্দিন; ডিরেক্টর, মেডিকেল সার্ভিসেস, স্কয়ার হাসপাতাল, আইসিইউ ইনচার্জ

মৃত্যু ৮ জুন: ডা. রাজিয়া সুলতানা; অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা

মৃত্যু ৬ জুন: ডা. আবুল কাসেম খান; অবসরপ্রাপ্ত সিনিয়র মেডিকেল অফিসার, ঢাকা ইপিজেড, সাভার

মৃত্যু ৮ জুন: ডা. সাখাওয়াত হোসেন; কনসালটেন্ট অ্যানেসথেসিয়া, ল্যাব এইড, ধানমন্ডি, ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল, কাকরাইল

মৃত্যু ৯ জুন: ডা. আনোয়ার হোসেন; চেয়ারম্যান, রাহাত-আনোয়ার হাসপাতাল, বরিশাল

মৃত্যু ডা. জলিলুর রহমান খান: সিনিয়র কনসালটেন্ট (অ্যানেসথেসিয়া), ইমপালস হাসপাতাল

মৃত্যু ১০ জুন: ডা. তানজিলা রহমান; সিনিয়র মেডিকেল অফিসার; মেরী স্টোপস ক্লিনিক

মৃত্যু ১২ জুন: ডা. গাজী জহির হাসান; অধ্যাপক, পেডিয়াট্রিক সার্জারি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়

মৃত্যু ১২ জুন: ডা. মাহমুদ মনোয়ার; সহকারী অধ্যাপক, কার্ডিওলোজি, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল

মৃত্যু ১২ জুন: ডা. এ কে এম ফজলুল হক; সহযোগী অধ্যাপক, অপথালমোলজি, জেড এইচ শিকদার মহিলা মেডিকেল কলেজ

মৃত্যু ১৩ জুন: ডা. মোহাম্মদ সাজ্জাদ হোসাইন; কনসালটেন্ট, বিআরবি হাসপাতাল

মৃত্যু ডা. সাদেকুর রহমান: সনোলোজিস্ট, জেমিসন রেড ক্রিসেন্ট হাসপাতাল, চট্টগ্রাম

মৃত্যু ১৪ জুন: ডা. নজরুল ইসলাম; ডেন্টাল সার্জন, সাবেক পরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর (ডেন্টিস্ট্রি)

মৃত্যু ১৫ জুন: অধ্যাপক ডা. এ কে এম মুজিবুর রহমান; বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ, সাবেক পরিচালক ও অধ্যাপক শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল; প্রাক্তন অধ্যক্ষ এনাম মেডিকেল কলেজ

মৃত্যু ১৫ জুন: ডা. তৌফিকুন্নেছা; সাবেক অতিরিক্ত প্রধান মেডিকেল অফিসার, বিসিআইসি

মৃত্যু ১৭ জুন: ডা. নুরুল হক; সিনিয়র আবাসিক মেডিকেল অফিসার, চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল

মৃত্যু ১৭ জুন: ডা. মো আশরাফুজ্জামান; সাবেক বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক, বার্ন ও প্লাস্টিক সার্জারি, মুগদা মেডিকেল কলেজ

মৃত্যু ১৭ জুন: ডা. শাহ আব্দুল আহাদ; সাবেক পরিচালক, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল

মৃত্যু ১৭ জুন: ডা. রফিকুল হায়দার, এন্ডোক্রাইনোলজি বিভাগ, এনাম মেডিকেল কলেজ

করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন যেসব চিকিৎসক

মৃত্যু ১১ মে: অধ্যাপক আনিসুর রহমান; অধ্যক্ষ ও বিভাগীয় প্রধান, নর্দান মেডিকেল কলেজ

মৃত্যু ১৮ মে: ডা. সারোয়ার ইবনে আজিজ; জেনারেল প্র্যাক্টিশনার, লালবাগ

মৃত্যু ২৫ মে: ডা. সৈয়দ জাফর হোসেন রুমি; চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল

মৃত্যু ১২ মে: অধ্যাপক ডা. মাহবুবুর রহমান; সার্জারি বিভাগ, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল

মৃত্যু ১২ জুন: ডা. আরিফ হাসান; জেনারেল প্র্যাক্টিশনার, চট্টগ্রাম

Comments

The Daily Star  | English

12th national elections: 731 of 2,716 nominations rejected

Nomination papers rejected mainly for three reasons, says EC joint secretary

1h ago