নাপোলির জয়ে উদযাপন করলেন ম্যারাডোনাও

ছবি: ইনস্টাগ্রাম

ক্লাবটির সঙ্গে তার হৃদয়ের সম্পর্ক। সে দলটি আগের দিন কোপা ইতালিয়া জিতেছে। মাঠে হয়তো থাকতে পারেননি সাম্প্রতিক সময়ের মহামারির কারণে। তাই বলে উচ্ছ্বাস গোপন রাখা যায়। ঘরে বসেই উত্তরসূরিদের জয় উদযাপন বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় দিয়াগো ম্যারাডোনা। ইনস্টাগ্রামে নাপোলির জার্সি গায়ে ছবি আপলোড দিয়ে দলের জয়ে সামিল হয়েছে এ ফুটবল ঈশ্বর।

সিরি আয় মাত্র দুইবার শিরোপা জিততে পেরেছে নাপোলি। সে দুইবারই আসে ম্যারাডোনার হাত ধরেই। ম্যারাডোনা যাওয়ার পর ক্লাবটি যেন হারিয়ে যেতে বসেছিল। প্রায় এক যুগ কোনো শিরোপা জিততে পারেনি। তবে ধীরে ধীরে আবারও ফিরে পেতে শুরু করেছে। সে ধারায় আগের দিন ইতালির অন্যতম শক্তিশালী দল জুভেন্টাসকে হারিয়ে কোপা ইতালিয়া জিতে নেয় তারা।

ক্লাবের জার্সি গায়ে কোপা ইতালিয়া জয়ের স্বাদ আছে ম্যারাডোনারও। ১৯৮৬-৮৭ মৌসুমের ফাইনালে আতালান্তাকে হারিয়ে শিরোপা স্বাদ পেয়েছিলেন ম্যারাডোনা। এবার উত্তরসূরিদের শিরোপা জয়ের পর ইনস্টাগ্রামে নাপোলির জার্সি গায়ে ছবি আপলোড করে ম্যারাডোনা ক্যাপশন দিয়েছেন, 'তোমাদের নিয়ে গর্বিত। চল নাপোলি।' এরপর হ্যাসট্যাগে লিখেছেন কোপা ইতালিয়া।

ম্যারাডোনার উচ্ছ্বাসের দিনে তার স্বদেশী উত্তরসূরি অবশ্য এদিন জুভদের কাঠগড়ায়। কারণ নাপোলির হয়ে প্রথম পেনাল্টিটি মিস করেছেন পাওলো দিবালা। শুরুতেই তার শট রুখে দেন নাপোলি গোলরক্ষক অ্যালেক্স মেরেত। এরপর দানিলো মারেন উড়িয়ে। অন্যদিকে মূল ম্যাচে প্রচুর মিস করলেও নাপোলির সব খেলোয়াড়ই ঠাণ্ডা মাথায় বল জালে পাঠাতে সমর্থ হয়েছেন।

যদিও ম্যাচটি নাপোলি জিতেছে টাই-ব্রেকারে। তবে ম্যাচে গোল করার পরিষ্কার কিছু সুযোগ তৈরি করেছিল। ৪২ বছর বয়সী জুভ গোলরক্ষক জিয়ানলুইজি বুফনের অসাধারণ কিছু সেভ ও নাপোলি ফরোয়ার্ডদের ব্যর্থতায় ম্যাচ গড়ায় টাই-ব্রেকারে। তবে সেখানে সে জাদু দেখাতে পারেননি বুফন। ৪-২ ব্যবধানের জয় নিয়ে শিরোপা হাসি হাসে নাপোলি।

Comments

The Daily Star  | English

UK govt unveils 'tighter' immigration plans

People will have to live in the UK for 10 years before qualifying for settlement and citizenship

1h ago