সড়‌ক-মহাসড়কে চাঁদাবা‌জি বন্ধে আই‌জি‌পির নির্দেশ, গ্রেপ্তার ১০৯

অপারেশন ডেভিল হান্ট
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

সড়ক-মহাসড়কের বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগে পুলিশের মহাপরিদর্শকের (আই‌জি‌পি) নির্দেশে পুলিশের বিভিন্ন ইউনিটের অভিযানে ১০৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সদরদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বৃহস্পতিবার বলা হয়, চলতি মাসের ১ তারিখ থেকে এ পর্যন্ত গাড়ি থেকে অবৈধভাবে চাঁদা তোলার অভিযোগে ৫১টি মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

এতে আরও বলা হয়, চলতি মাসের শুরুর দিকে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ যানবাহনে চাঁদাবাজি বন্ধ করতে উদ্যোগ গ্রহণ ক‌রেন।

প‌রিবহন মা‌লিক-শ্র‌মিক নেতৃবৃন্দের সঙ্গে পু‌লিশ সদরদপ্তরে আয়োজিত এক সভায় আলোচনার পর তিনি পুলিশের ইউনিটগুলোকে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

‘আইজিপির নির্দেশনা অনুযায়ী পুলিশের সং‌শ্লিষ্ট ইউনিটগুলো সড়ক-মহাসড়কে চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে চলছে’ উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘যানবাহনে যে কোনো ধরনের চাঁদাবাজির ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনতে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।’

Comments

The Daily Star  | English

Over 100 injured in overnight clashes between CU students, locals

Following the clash, the university authorities have postponed all departmental examinations scheduled for today.

1h ago