প্রথমবার এমন কিছু দেখলেন রোনালদো

টানা দুটি ফাইনাল হারলেন বর্তমান সময়ের অন্যতম সেরা খেলোয়াড় ক্রিস্তিয়ানো রোনালদো। দেড় যুগেরও বেশি সময়ের ক্যারিয়ারে এবার প্রথম এমনটা দেখলেন এ পর্তুগিজ তারকা। গত ডিসেম্বরে লাৎসিওর সুপার কোপার ফাইনালে হারের পর আগের দিন নাপোলির কাছে হেরে কোপা ইতালিয়া জয়ের স্বাদ পাওয়া হয়নি জুভেন্টাসের।
ছবি: এএফপি

টানা দুটি ফাইনাল হারলেন বর্তমান সময়ের অন্যতম সেরা খেলোয়াড় ক্রিস্তিয়ানো রোনালদো। দেড় যুগেরও বেশি সময়ের ক্যারিয়ারে এবার প্রথম এমনটা দেখলেন এ পর্তুগিজ তারকা। গত ডিসেম্বরে লাৎসিওর সুপার কোপার ফাইনালে হারের পর আগের দিন নাপোলির কাছে হেরে কোপা ইতালিয়া জয়ের স্বাদ পাওয়া হয়নি জুভেন্টাসের।

অথচ শক্তি, সামর্থ্য ও ঐতিহ্যের বিচারে পরিষ্কার এগিয়ে ছিল ওল্ড লেডিরা। রোনালদোর মতো তারকা খেলোয়াড় তাদের দলে। কিন্তু মাঠে দেখা গেল তাদের সাদামাটা পারফরম্যান্স। যদিও গোলরক্ষক জিয়ানলুইজি বুফনের দক্ষতায় ম্যাচ গোলশূন্য ম্যাচটি গড়ায় টাই-ব্রেকারে। সেখানে অবশ্য সে জাদু দেখাতে পারেননি বুফন। ফলে টাই-ব্রেকারে ৪-২ ব্যবধানে হেরে শিরোপা বঞ্চিত হতে হয় রোনালদোদের।

অবশ্য টাই-ব্রেকার নামক ভাগ্য পরীক্ষায় অংশ নিতে পারেননি রোনালদো। দলের হয়ে পঞ্চম শটটি নিতে চেয়েছিলেন। কিন্তু তার আগেই দলের হার নিশ্চিত হয়ে যায়। আর এটাই প্রথমবার টানা দুটি ফাইনালে হার দেখলেন পাঁচ বারের ব্যলন ডি'অর জয়ী এ তারকা।

রোনালদোর নতুন স্বাদ পাওয়ার দিনে অনন্য রেকর্ড গড়ার সুযোগ ছিল বর্ষীয়ান সতীর্থ বুফনের। রোবার্তো মানচিনির সর্বোচ্চ ছয়টি কোপা ইতালিয়া জয়ের রেকর্ডে ভাগ বসাতে পারতেন তিনি। খেলেছিলেনও দুর্দান্ত। কিন্তু শেষ পর্যন্ত ভাগ্য সঙ্গ দেয়নি।

উল্লেখ্য, গত ডিসেম্বরে সুপারকোপার ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল সৌদি আরবের রাজধানী রিয়াদে। সেবার ১-৩ ব্যবধানে হারে তারা। জুভেন্টাসের পক্ষে একমাত্র গোলটি দিয়েছিলেন পাওলো দিবালা। সে দিবালাই আগের দিন দলের হয়ে প্রথম পেনাল্টি মিস করেন। শুরুতেই তার শট রুখে দেন নাপোলি গোলরক্ষক অ্যালেক্স মেরেত। এরপর দানিলো মারেন উড়িয়ে। তাতেই হেরে যায় দলটি।

Comments

The Daily Star  | English
PSC question leaks

PSC question paper: Probe body finds no evidence of leaks

AN investigation committee by the Public Service Commission (PSC) to probe allegations of question paper leak has found no evidence of such incident

53m ago