লঞ্চের ধাক্কায় নৌকা ডুবে ১ জনের মৃত্যু, দম্পতি নিখোঁজ
পটুয়াখালীর বাউফল উপজেলায় লঞ্চের ধাক্কায় নৌকা ডুবে আনোয়ার হোসেন (৩২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আসলাম শরীফ (৩৫) ও তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস (৩০) নিখোঁজ রয়েছেন। আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে নুরাইনপুর লঞ্চঘাটের কাছে এই দুর্ঘটনা ঘটে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘নিখোঁজ দম্পতি ও মৃত ব্যক্তির বাড়ি কেশবপুর ইউনিয়নের ভড়িপাশা গ্রামে। আনোয়ারের বাবার নাম হাফেজ খান। খেয়াঘাট এলাকায় আনোয়ারের চায়ের দোকান আছে।’
প্রত্যক্ষদর্শীরা জানান, নুরাইনপুর লঞ্চঘাটের কাছে খেয়াঘাট এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা কালাইয়াগামী ঈগল-৪ নামে একটি ডাবল ডেকার লঞ্চের ধাক্কায় একটি নৌকা ডুবে যায়। নৌকায় আনুমানিক ১০ থেকে ১২ জন ছিলেন। আনোয়ারকে উদ্ধারের কিছু পরেই তার মৃত্যু হয়। কাপড় ভর্তি একটি ব্যাগ পাওয়া গেলেও দুপুর ২টা পর্যন্ত নিখোঁজ দম্পতির সন্ধান পাওয়া যায়নি।
মোস্তাফিজুর রহমান আরও বলেন, ‘ফায়ার সার্ভিসের ডুবরি দল ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছে।’
Comments