সহজে রক্ত দিতে ও পেতে ‘ব্লাডফ্রেন্ড’ ওয়েবসাইট ও অ্যাপ
রক্তদান ও রক্ত অনুসন্ধান সহজ করতে ‘ব্লাডফ্রেন্ড’ নামের একটি ওয়েবসাইট ও অ্যাপ সম্প্রতি আত্মপ্রকাশ করেছে।
এটি তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন স্টার্টআপ বাংলাদেশ আইডিয়া প্রোজেক্টের অনুদানপ্রাপ্ত একটি প্রতিষ্ঠান।
প্রতিষ্ঠানটির উদ্যোক্তা মো. ওয়ালিদ উর রহমান রানা আজ বৃহস্পতিবার দ্য ডেইলি স্টারকে বলেন, ‘সময়মতো নির্ধারিত গ্রুপের রক্ত খুঁজে পেতে এবং রক্তদাতা ও রক্তগ্রহীতার মধ্যে যোগাযোগ সহজ করার লক্ষ্য নিয়ে “ব্লাডফ্রেন্ড” ওয়েবসাইট ও অ্যাপ সম্প্রতি খোলা হয়েছে। বিভিন্ন প্রযুক্তিগত পরীক্ষা-নিরীক্ষার পর এখন এটি সবার জন্যে উন্মুক্ত করা হয়েছে।’
এই প্লাটফর্মে ‘ফ্রেন্ড রিকোয়েস্ট’ পাঠানো যাবে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘রক্তের প্রয়োজনে পাঠানো যাবে ‘ব্লাড রিকোয়েস্ট’ এবং সেটি টেক্সট আকারে মোবাইলে চলে যাবে।’
তিনি জানান, এছাড়াও থাকবে ‘স্ট্যাটাস শেয়ারিং’, ছবি পোস্টের ব্যবস্থা ও মেসেজ আদান-প্রদানের সুযোগ।
রক্তবন্ধুদের নিজস্ব ‘সার্কেল’ও গড়ে তোলা যাবে এই সাইটের মাধ্যমে।
এখানকার সদস্যদের অবস্থান অনুযায়ী ‘রেডি টু ডোনেট’, ‘ডোনেটেড’, ‘নট আপ্লিকেবল’ বিভাগে গিয়ে ভিজিটররা সহজেই নিজেদের চাহিদা মেটাতে পারবেন বলে যোগ করেন তিনি।
সদস্য হতে ও এ সম্পর্কে বিস্তারিত জানতে গুগল প্লেস্টোর থেকে ‘ব্লাডফ্রেন্ড’ অ্যাপ ডাউনলোড করা যাবে।
Comments