ডা. রকিব হত্যার প্রতিবাদে টেলিমেডিসিন সেবা বন্ধ হলো চট্টগ্রামে

খুলনায় রোগীর স্বজনদের হামলায় ডা. আব্দুর রকিব খান নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে চট্টগ্রামে টেলিমিডিসিন সেবা বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ), চট্টগ্রাম।

খুলনায় রোগীর স্বজনদের হামলায় ডা. আব্দুর রকিব খান নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে চট্টগ্রামে টেলিমিডিসিন সেবা বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ), চট্টগ্রাম।

বৃহস্পতিবার বিকেলে এ সিদ্ধান্তের কথা জানান বিএমএ, চট্টগ্রামের সাধারণ সম্পাদক ডা. ফয়সাল ইকবাল চৌধুরী।

তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ডা. রকিব হত্যার প্রতিবাদে এটা আমাদের প্রতীকী প্রতিবাদ। এ ছাড়াও, বিশেষজ্ঞ চিকিৎসকরা সেবা দিতে গিয়ে নানা ধরনের বিড়ম্বনার মুখেও পড়ছেন।

ফয়সাল বলেন, চিকিৎসকরা নিজেদের জীবন বিপন্ন করে এ মহাসংকটে মানুষকে চিকিৎসা দিয়ে যাচ্ছেন। প্রতিদিন করোনায় চিকিৎসকের মৃত্যু হচ্ছে। এমন ত্যাগের পরও রোগীর স্বজনদের হাতে চিকিৎসকের এ নৃশংস হত্যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

‘চিকিৎসক তার কর্মস্থলে নিরাপত্তা পাচ্ছে না, মরলে বিচার পাচ্ছে না। এটা হতে পারে না। তাই আমরা প্রতীকী প্রতিবাদ হিসেবে এ সেবা বন্ধ রেখেছি’, যোগ করেন তিনি।

তিনি আরও বলেন, যখন লকডাউন শুরু হয়, তখন মানুষের দুর্ভোগ লাঘবে আমরা টেলিমেডিসিন সেবা দেওয়া শুরু করেছিলাম। বিশেষজ্ঞ চিকিৎসকসহ ১৫০ জন চিকিৎসক এ সেবা দিয়ে আসছিলেন। ‘বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত কল দেয়ার নিয়ম থাকলেও, মানুষ সেটা মানছে না। যখন তখন রাত-বিরাতে চিকিৎসকদের কল দেওয়া হয়। এমন হয়েছে কোন প্রয়োজন নেই, তবুও চিকিৎসকদের গভীর রাতে কল দিয়ে বিরক্ত করা হচ্ছে। এ সেবা বন্ধের পেছনে এটাও বড় কারন।’

Comments

The Daily Star  | English

3 quota protest leaders held for their own safety: home minister

Three quota protest organisers have been taken into custody for their own safety, said Home Minister Asaduzzaman Khan

10m ago