করোনাভাইরাস: ব্রাজিলে ফুটবল ফেরায় চটেছেন রোনাল্ডো
করোনাভাইরাসের পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে ব্রাজিলে। মৃত্যুর সংখ্যা ৫০ হাজার ছুঁতে চলেছে। আক্রান্তের সংখ্যাও প্রায় ১০ লাখ ছুঁইছুঁই। আর ঠিক এ সময়েই সেখানে ফিরেছে ফুটবল। মাঝে তিন মাস বন্ধ থাকার পর মারাকানার দর্শকশূন্য স্টেডিয়ামে আগের দিন মুখোমুখি হয় ফ্লামেঙ্গো ও বাঙ্গু। তবে এ সময়ে ফুটবল ফেরানোয় বেজায় খেপেছেন ব্রাজিলের হয়ে দুটি বিশ্বকাপ জয়ী তারকা রোনাল্ডো নাজারিও।
মূলত সেখানকার বর্তমান পরিস্থিতির কারণেই সমালোচনা হচ্ছে ব্যাপক। কারণ এ ভাইরাসের সংক্রমণে বুধবারেই ব্রাজিলে মারা গিয়েছেন ১,২৬৯ জন। আর সব ক্লাব যে খেলতে রাজি তাও নয়। অন্যতম নামি দুই ক্লাব বোতাফোগো ও ফ্লুমিনেন্সের চলতি সপ্তাহের সূচিতে ম্যাচ থাকলেও তারা মাঠে নামবে না বলেই জানিয়েছে।
ধারণা করা হচ্ছে ইউরোপে ফুটবল উদাহরণ সামনে রেখেই এগিয়ে যেতে চাইছে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন। কিন্তু পরিস্থিতি বিবেচনা করেই এমন সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছেন রোনাল্ডো, 'এই মুহূর্তে পুরো দেশের যে অবস্থা তাতে ব্রাজিলের কারিয়োকা ফুটবল শুরু করে দেওয়ার সিদ্ধান্তের বিরোধী আমি। ইউরোপের বিভিন্ন দেশে ফুটবল ফের শুরু করার উদাহরণ সামনে রেখে এগোতে চাইছে ব্রাজিল। কিন্তু তা করা হচ্ছে মহামারির কথা বিবেচনা না করেই।'
এদিকে স্পেনে ফুটবল ফের শুরু হয়েছে। যেখানে ভায়াদোলিদের মালিক রোনাল্ডো। সে প্রসঙ্গ টেনে এ ব্রাজিলিয়ান আরও বলেন, 'স্পেনে প্রতিযোগিতা ফের শুরু হয়েছে সংক্রমণের হার নিচের দিকে যাওয়ার পরে। স্বাস্থ্য সংক্রান্ত নিরাপত্তার পরিবেশ তৈরি হওয়ার পরে। সেখানে ব্রাজিলে সংক্রমণের হার এখন তুঙ্গে। এই সময়ে ফুটবল ফেরানোর সিদ্ধান্ত একদম ভুল।'
উল্লেখ্য, ফেরার দিনে ফ্লামেঙ্গো ৩-০ গোলে হারিয়েছে বাঙ্গুকে। মাঠে সমর্থকদের ঢোকার অনুমতি না থাকলে এদিন মারাকানা স্টেডিয়ামের সামনে জড়ো হয়েছিল বেশ কিছু সমর্থক। সেখানে অনেকেই এমন নীতির প্রতিবাদ জানিয়েছেন।
Comments