উল্টো বার্সাকে ৬.৭ মিলিয়ন ইউরো দিতে হবে নেইমারকে
মামলাটা করেছিলেন নেইমারই। বার্সেলোনার তরফ থেকে অনেকবার মামলা উঠিয়ে নেওয়ার অনুরোধও করা হয়েছিল। কিন্তু মানেননি নেইমার। এমনকি এ ক্লাবে ফেরার ইচ্ছা থাকা সত্ত্বেও। পরে উল্টো ক্ষতিপূরণের মামলা ঠুকে দেয় কাতালান ক্লাবটি। শেষ পর্যন্ত সে মামলার ফয়সালা হয়েছে। কিন্তু তাতে হেরে গেছেন এ ব্রাজিলিয়ান তারকা। উল্টো এখন চুক্তির শর্ত না মানায় জরিমানা স্বরূপ বার্সেলোনাকে ৬.৭ মিলিয়ন ইউরো প্রদান করতে হবে তাকে।
২০১৬ সালে বার্সেলোনার সঙ্গে চুক্তি নবায়ন করে ছিলেন নেইমার। সে চুক্তি অনুযায়ী পরের মৌসুম শেষে বোনাস পাওয়ার কথা ছিল তারা। কিন্তু মৌসুম শেষ না হতেই রেকর্ড গড়ে বার্সা ছেড়ে প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি) যোগ দেন এ ব্রাজিলিয়ান। কিন্তু বোনাসের ৪৩.৬ মিলিয়ন ইউরো ঠিকই দাবি করেন নেইমার। কিন্তু জুলাই পর্যন্ত না থাকায় তা দিতে রাজি হয়নি বার্সেলোনা। দুই পক্ষের ভিন্ন মতামতে শেষ পর্যন্ত তা গড়ায় আদালতে।
সে মামলারই রায় প্রকাশিত হলো শুক্রবার। সামাজিক আদালত ১৫ এর রায়ে বার্সেলোনার যুক্তিই গ্রহণযোগ্য মনে হয়েছে বিচারকদের। তাতে বেজায় খুশী কাতালান ক্লাবটি। এক বিবৃতে তারা জানিয়েছে, ‘নেইমার জুনিয়রের সঙ্গে বার্সেলোনার খেলোয়াড়ের সর্বশেষ চুক্তির বোনাস নিয়ে চলমান মামলায় আজ বার্সেলোনার সামাজিক আদালত ১৫ যে রায় দিয়েছে তাকে বার্সেলোনা স্বাগত জানাচ্ছে। এ রায়ে ৪৩.৬ মিলিয়ন ইউরোর দাবি খারিজ করে দেওয়া হয়েছে এবং ক্লাবকে ৬.৭ মিলিয়ন ইউরো ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সে খেলোয়াড়কে।'
এ ব্যাপারে এর আগে ফিফার দ্বারস্থ হয়েছিলেন নেইমার। তদন্ত করার পর কোনো সিদ্ধান্ত না দিয়ে ২০১৮ সালে বিষয়টি চুকিয়ে দেয় বিশ্বের সর্বোচ্চ ফুটবল সংস্থাটি। তবে মামলা চালিয়ে যান নেইমার। সে মামলায় অবশেষে হেরে গেলেন। তবে এখনও উচ্চ আদালতে আপীল করার সুযোগ রয়েছে তারা। তবে কি করবেন নেইমার, এ বিষয়ে এখন পর্যন্ত নেইমার বা তার প্রতিনিধিদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
Comments