‘আমি এখন অনেকটা ভালো আছি’

বর্তমানে করোনামুক্ত হলেও ফুসফুস ও গলার ইনফেকশনসহ আরও কিছু শারীরিক জটিলতার কারণে এখনো নিজের তৈরি গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। তবে, বর্তমানে তিনি অনেকটাই ভালো আছেন।

বর্তমানে করোনামুক্ত হলেও ফুসফুস ও গলার ইনফেকশনসহ আরও কিছু শারীরিক জটিলতার কারণে এখনো নিজের তৈরি গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। তবে, বর্তমানে তিনি অনেকটাই ভালো আছেন।

গণস্বাস্থ্য কেন্দ্রের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক ভিডিওতে ডা. জাফরুল্লাহ চৌধুরী নিজেই ভালো থাকার বিষয়টি বলেছেন।

ভিডিওতে গণস্বাস্থ্যের পক্ষ থেকে ‘আপনি ৮০ শতাংশ ভালো আছেন’ জানতে চাইলে তিনি বলেন, ‘অনেকটা ভালো (আছি)।’ কত শতাংশ ভালো আছেন জানতে চাইলে তিনি বলেন, ‘অর্ধেকটা ভালো।’

ভিডিওতে ডা. জাফরুল্লাহ চৌধুরীর সঙ্গে আলাপকালে তাকে বলা হয়, সবাই বড় বড় হাসপাতালে কোটি কোটি টাকা খরচ করে সুস্থ হয়। সেখানে আপনি গরিবের হাসপাতাল গণস্বাস্থ্য নগরে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন।

সেখানে আরও জানানো হয়, করোনা ইনফেকশন না থাকলেও অন্য ইনফেকশন রয়েছে ডা. জাফরুল্লাহ চৌধুরীর। চিকিৎসকরা তাকে কথা বলতে নিষেধ করেছেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেও বসে তিনি লেখা-লিখির কাজ করে যাচ্ছেন। নার্স ও চিকিৎসকরা সার্বক্ষণিক তার খেয়াল রাখছেন।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘অনেক ভালো আছি। খাওয়া-দাওয়া করছি, একটু হাঁটাহাঁটি করছি।’

ভিডিওতে চিকিৎসকদের কথা শুনছেন কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘আমি মানুষের কথা শুনি।’

আরও পড়ুন:

‘চিকিৎসাবঞ্চিত মানুষের বেদনা-যন্ত্রণা, ফুসফুস বা গলাব্যথার যন্ত্রণার চেয়ে বহুগুণ বেশি’

ডা. জাফরুল্লাহ চৌধুরী করোনামুক্ত

ডা. জাফরুল্লাহ চৌধুরীর ফুসফুস-গলার সংক্রমণ ‘উন্নতির দিকে’

‘উন্নতি হচ্ছে, তবে এখনো ঝুঁকিমুক্ত বলা যাবে না’

বিকালের এক্সরে রিপোর্টে ডা. জাফরুল্লাহ চৌধুরীর ফুসফুসের আরও একটু উন্নতি

ডা. জাফরুল্লাহ চৌধুরীর ফুসফুসের নিউমোনিয়ার ‘উন্নতি হচ্ছে’

ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার উন্নতি, ফুসফুসের সংক্রমণ কমেছে

‘অবনতি হয়নি অর্থে উন্নতি হয়েছে’

ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার ‘কিছুটা উন্নতি’

ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা ‘অপরিবর্তিত’

ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা ‘স্থিতিশীল’

ডা. জাফরুল্লাহ চৌধুরীকে আবারও প্লাজমা থেরাপি দেওয়া হয়েছে

ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার ‘একটু অবনতি’

ডা. জাফরুল্লাহ চৌধুরীকে সার্বক্ষণিক অক্সিজেন দিতে হচ্ছে

‘আমি সুস্থ হয়ে উঠবো, সুস্থ হয়ে উঠতেই হবে’

‘আমি ভালো আছি’

ডা. জাফরুল্লাহ চৌধুরীর করোনা পজিটিভ

বিএসএমএমইউর পরীক্ষাতেও ডা. জাফরুল্লাহ চৌধুরীর করোনা পজিটিভ

ডা. জাফরুল্লাহ চৌধুরীর পর শিরীন হক ও বারিশ চৌধুরীও করোনায় আক্রান্ত

ডা. জাফরুল্লাহ চৌধুরীর এবারের উদ্যোগ ‘প্লাজমা ব্যাংক’

আমাদেরই সবার আগে এই কিট বিশ্ববাসীর সামনে আনার সুযোগ ছিল: ড. বিজন

২৫ দিনে ৩০১ শয্যার করোনা হাসপাতালের জন্ম অথবা অপমৃত্যু!

মুক্তিযুদ্ধ, গণস্বাস্থ্য, ডা. জাফরুল্লাহ ও মাছ চোর

Comments

The Daily Star  | English
Bangladeshi-Americans eager to help build new Bangladesh

July uprising and some thoughts of Bangladeshi-Americans

NRBs gathered in New Jersey showed eagerness to assist in the journey of the new Bangladesh forward.

12h ago