করোনায় কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মুজিবুর রহমানের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক (শিশু বিভাগ) ডা. মুজিবুর রহমান রিপন মারা গেছেন।
Dr. Mujibur Rahman Ripon-1.jpg
ডা. মুজিবুর রহমান রিপন। ছবি: এফডিএসআর

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক (শিশু বিভাগ) ডা. মুজিবুর রহমান রিপন মারা গেছেন।

আজ শনিবার সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।

ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সসিবিলিটির (এফডিএসআর) যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ডা. মুজিবুর রহমান রিপন শ্বাসকষ্টের সমস্যা নিয়ে গত ৩ জুন ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখানে পরীক্ষায় তার করোনা পজিটিভ ধরা পড়ে। পরে চিকিৎসাধীন অবস্থায় দুবার করোনা পরীক্ষায় তার নেগেটিভ ফল আসে। কিন্তু গত ১৬ জুন তৃতীয় পরীক্ষায় আবার তার করোনা পজিটিভ ফল আসে। শারীরিক অবস্থার অবনতি হলে ওইদিনই তাকে হাসপাতালের ভেন্টিলেশনে নেওয়া হয়।’

ডা. রাহাত আনোয়ার চৌধুরী জানান, ডা. মুজিবুর রহমান রিপনকে নিয়ে করোনায় আজ পর্যন্ত ৪২ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। ইতোমধ্যে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ৬ জন চিকিৎসক।

আরও পড়ুন:

করোনায় অবসরপ্রাপ্ত চিকিৎসক ডা. সফিকুল ইসলামের মৃত্যু

Comments

The Daily Star  | English

Rab arrests ex-DMP chief Asaduzzaman

Rapid Action Battalion last night arrested the former Dhaka Metropolitan Police (DMP) commissioner Asaduzzaman Mia at Mohakhali in the capital.

2h ago